img

Follow us on

Friday, Nov 22, 2024

UP Gang Rape: ঘুষ নেওয়ার জের! ডিএসপি থেকে সাব-ইন্সপেক্টর বানিয়ে শাস্তি দিল যোগী সরকার

বছর খানেক আগেই ডিএসপি বিদ্যা কিশোর শর্মার উপর দুর্নীতির একাধিক অভিযোগ উঠে আসে।

img

UP Gang Rape

  2022-11-03 14:40:55

মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে এক বড় পদক্ষেপ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশের এক পুলিশ আধিকারিককে ঘুষ নেওয়ার অপরাধে তার পদের অবনতি করা হয়েছে। জানা গিয়েছে, এক ধর্ষণের মামলাকে ভেস্তে দেওয়ার জন্য তিনি প্রায় ৫ লক্ষ টাকা নিয়েছিলেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই যোগী সরকার তাকে পদ অবনতি করিয়ে সাব-ইন্সপেক্টর করলেন। ১ নভেম্বর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে এই ঘোষণা করা হয়।

সূত্রের খবর অনুযায়ী, ডিএসপি বিদ্যা কিশোর শর্মা রামপুরে কর্মরত ছিলেন। সেখানেই ঘুষ নেওয়ার দায়ে অভিযুক্ত হন। আর এই ঘুষ নেওয়ার ব্যাপারটি প্রমাণিত হওয়ার পরেই উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হয়। প্রসঙ্গত, বিদ্যা কিশোর শর্মার চাকরি জীবন শুরু হয় একজন কন্সস্টেবল হিসাবেই। ধীরে ধীরে পদোন্নতি করতে করতে আজ ডিএসপি পদে বসেছিলেন তিনি।

আরও পড়ুন: গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষিত, ভোট হবে দুই দফায়

আসল ঘটনাটি কী? বছর খানেক আগে বিদ্যা কিশোর শর্মার উপর দুর্নীতির একাধিক অভিযোগ উঠে আসে। এছাড়াও একজন মহিলা অভিযোগ করেছিলেন যে একজন সাব-ইন্সপেক্টর রামবীর যাদব এবং একজন হাসপাতালের ম্যানেজার বিনোদ যাদব সহ দু'জন পুরুষ তাঁকে গণধর্ষণ করেছিল। এবং পুলিশ ঘুষ নেওয়ার পরেই কোনও ব্যবস্থা নেয়নি। এমনকি তার টাকার ব্যাগ নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ধর্ষণ কাণ্ডে কোনও পদক্ষেপ যাতে না নেওয়া হয় তার জন্য শর্মার ব্যাগে ৫ লক্ষ টাকা ছিল বলে অভিযোগ। পরে মুখ্যমন্ত্রীর আদেশে একটি তদন্তকারী কমিটি তৈরি হয়। তদন্তের রিপোর্টে বলা হয় ওই মহিলার অভিযোগ সত্য এবং ঘুষ নেওয়ার অপরাধে শাস্তি দিল যোগী সরকার। ইতিমধ্যেই ২ অভিযুক্তর নামে এফআইআর দায়ের করা হয় ও সাসপেন্ড করা হয়েছে বিদ্যা কিশোর শর্মাকে।

প্রসঙ্গত, শর্মার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনে দায়ের করেছিলেন আরটিআই কর্মী দানিশ খান। তিনি সিভিল লাইন কোতোয়ালি এলাকার অন্তর্গত মডেল কলোনির বাসিন্দা। তারপর থেকেই খবরের শিরোনামে রয়েছেন বিদ্যা কিশোর শর্মা। আরও জানা যায়, শর্মা দুই বছর ধরে রামপুর সিও থাকার সময় একই ধরনের বেশ কয়েকটি অপরাধ করেছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ২০২১ সালে তার সাসপেন্ড সম্পর্কে ট্যুইট করেছিলেন আর এবারে এই শাস্তি দিলেন।

Tags:

Yogi Adityanath

UP Gang Rape

Vidya Kishore Sharma


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর