img

Follow us on

Sunday, Jan 19, 2025

Draupadi Murmu: ঘরের মেয়ে হতে চলেছেন রাষ্ট্রপতি, উৎসবের মেজাজ দ্রৌপদীর গাঁয়ে

সেজেগুজে প্রস্তুত সাঁওতালি নৃত্যশিল্পীরা...

img

উৎসবের মজাজে উপরবেদা। নিজস্ব চিত্র

  2022-07-21 10:39:49

মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মেয়ে মর্যাদা পেতে চলেছেন দেশের প্রথম নাগরিকের। তাই উৎসবের মেজাজ ওড়িশার (Odisha) ময়ূরভঞ্জের প্রান্তিক জনপদ উপরবেদায় (Uparbeda)। এই গাঁয়েরই মানুষ দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি (President) হতে চলেছেন তিনি। তাই উৎসবের মেজাজে গোটা তল্লাট। আজ, বৃহস্পতিবার দিনটিকে উপরবেদাবাসী বিজয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Elections) ফল ঘোষণা হবে বৃহস্পতিবার। প্রধান নাগরিকের পদে বসতে চলেছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (NDA candidate Draupadi Murmu)। তিনি জনজাতি (Tribal) সম্প্রদায়ের। তিনি জিতলে দেশের শীর্ষ পদ এই প্রথম অলঙ্কৃত করবেন জনজাতির কোনও মহিলা। সেই কারণেই দ্রৌপদীর গ্রাম উপরবেদায় শুরু হয়েছে অকাল উৎসব।

আরও পড়ুন : রাইসিনা হিলসের দৌড়ে এগিয়ে দ্রৌপদী, যোজন পিছিয়ে যশবন্ত

দ্রৌপদীর জয় এক প্রকার নিশ্চিত ধরে নিয়েই সাজো সাজো রব উপরবেদায়। এদিন সকাল থেকেই ঝাঁট দেওয়া হয়েছে রাস্তা। ফুল এবং বৈদ্যুতিক আলো দিয়ে সাজানো হয়েছে গোটা গ্রাম। সেজেগুজে প্রস্তুত সাঁওতালি (Santhali) নৃত্যশিল্পীরাও। দ্রৌপদীকে রাষ্ট্রপতি ঘোষণা করার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে আদিবাসী (Adivasi) নৃত্য।

দ্রৌপদীর গ্রাম উপরবেদার বাসিন্দা সুকুল মুর্মু। পেশায় চাষি। তিনি বলেন, গ্রামের কৃষকরা এদিন চাষের কাজ করবেন না বলেই ঠিক করেছেন। যদিও এটা ধান চাষের ভরা মরশুম। উপরবেদার বাসিন্দাদের প্রধান পেশাই চাষবাস। কেউ কেউ অবশ্য হাঁস-মুরগি এবং ছাগল পালন করেন। গাঁয়ের ৫০ জন বাসিন্দা চাকরি করেন বিএসএফ এবং সিআরপিএফে।

আরও পড়ুন : "বাংলার সব বিধায়ক, সাংসদের ভোট আমি পাব", আশাবাদী দ্রৌপদী মুর্মু

দ্রৌপদীর এক আত্মীয় দুলারি টুডু। তিনি বলেন, কী যে আনন্দ হচ্ছে, তা বলে বোঝাতে পারব না। দিদি যেবার ঝাড়খণ্ডের রাজ্যপাল হয়েছিলেন, তখনও আনন্দে মেতে উঠেছিল গোটা গ্রাম। আর এখন তিনি রাষ্ট্রপতি হতে চলেছেন। তাই এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।

কিছুদিন আগেও ভাবী রাষ্ট্রপতির গ্রামে বিদ্যুতের আলো ছিল না। দ্রৌপদী প্রার্থী হতেই আলো আসে গ্রামে। দ্রৌপদীর আর এক আত্মীয় বলেন, দ্রৌপদী রাষ্ট্রপতি পদপ্রার্থী হতেই গাঁয়ে বিদ্যুতের আলো এসেছে। তখন থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব। দ্রৌপদীর ছোট ভাই তরণীসেন বলেন, গেলেই দেখতে পাবেন কী উন্মাদনা শুরু হয়েছে গ্রামে!

 

Tags:

Odisha

presidential polls

Draupadi murmur

Uparbeda


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর