img

Follow us on

Saturday, Oct 05, 2024

Viral News: ভারত থেকে মাকে অপহৃত হওয়ার ফোন মার্কিন যুবতীর, পরে বেরোল আসল সত্য!

কী আছে এর পেছনের রহস্য?

img

দিল্লি পুলিশ

  2022-07-18 14:20:17

মাধ্যম নিউজ ডেস্ক: অপহরণের কতই না খবর শোনা যায় সংবাদমাধ্যমে। তবে কখনও নিজেকে অপহরণ করার খবর কি শুনেছেন? হয়তো না। তবে এবার এমনই একটি ঘটনা ঘটল ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭ বছরের এক মহিলার এমন কাণ্ড শুনে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। নিজেই নিজেকে অপহরণ করার গল্প বানিয়ে নিয়েছেন তিনি। তবে কেন এমন করলেন তিনি? কী আছে এর পেছনের রহস্য?

আরও পড়ুন: সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই মহিলা, এরপর কী হল...

পুলিশসূত্রে জানা গিয়েছে, ওই মার্কিন যুবতীর নাম ক্লোই ম্যাকলাভলিন (Chloe Mclaughlin)। তিনি চলতি বছরের ৩ মে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লি আসেন। রবিবার পুলিশ জানিয়েছে, তাঁর টাকার অভাব ছিল, তাই নিজের বাবা-মায়ের থেকে টাকা নেওয়ার জন্য নিজের অপহরণের গল্পটি বানান। 

ক্লোই জুলাইয়ের ৭ তারিখ নাগাদ তাঁর মাকে ফোন করে জানান যে, তিনি বিপদে পড়ছেন ও তাঁর ওপর অত্যাচারও চালানো হচ্ছে। এরপরেই তাঁর মা ভারতে মার্কিন দূতাবাসে (US Embassy) এই খবর জানালে এই  মামলার দায়িত্ব নয়াদিল্লি পুলিশের (New Delhi Police) ওপর দেওয়া হয়। ১০ জুলাই ক্লোই আবার তাঁর মাকে ভিডিও কলের মাধ্যমে ফোন করেন ও কিন্তু তাঁর মা কোনও তথ্য পাওয়ার আগেই ফোন কেটে দেয়।

আরও পড়ুন: মৎস্যজীবীর জালে বিরল নীল গলদা চিংড়ি, মুহূর্তে ভাইরাল ছবি

এরপরেই দিল্লি পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে যে, ক্লোই অন্যের ওয়াইফাই ব্যবহার করে তাঁর মাকে ভিডিও কল করেছিলেন ও তিনি তখন কোথায় ছিলেন তাও জানতে পারে পুলিশ। তার পরেই পুলিশ জানায় যে, তিনি এতদিন নয়ডাতে (Noida) বসবাস করছিলেন ও এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য উঠে আসে যে, নিজেকে অপহরণ করার পরিকল্পনায় একা ছিলেন না ক্লোই। সঙ্গে ছিল তাঁর বয়ফ্রেন্ড ওকোরো (Okoro)।

পুলিশের কাছে ক্লোই স্বীকার করেন যে, দিল্লিতে আসার কিছুদিনের মধ্যেই তাঁর টাকার অভাব হয়। তাই তিনি ও তাঁর বয়ফ্রেন্ড এই অপহরণের নাটক করেন তাঁর বাবা-মায়ের থেকে টাকা নেওয়ার জন্য। ক্লোই ভারতে ওকোরোর সঙ্গে থাকার জন্যেই এসেছিলেন। এছাড়া, ৬ জুন তাঁর পাসপোর্টের সময়সীমা পেরিয়ে গেছে ও তাঁর বয়ফ্রেন্ডের পাসপোর্টের ভ্যালিডিটিও শেষ হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতে বিনা ভিসা ও ভ্যালিড পাসপোর্টে নির্দিষ্ট সময়ের বেশি থাকায় উভয়ের জন্যই আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

Tags:

United States

Viral News

Chloe Mclaughlin


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর