আজ সকাল ৮ টা বেজে ২০ মিনিটে হিমালয়ের কোলে অবস্থিত মন্দিরটির দরজা বন্ধ করা হয়...
কেদারনাথ মন্দির
মাধ্যম নিউজ ডেস্ক: শীতের মরসুম শুরু হতেই কেদারধামের দরজা বন্ধ করল মন্দির কর্তৃপক্ষ।ঐতিহ্য অনুসারে স্থানীয় বাদ্যযন্ত্র এবং ভক্তবৃন্দের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে একাদশ জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হল। আজ সকাল ৮ টা বেজে ২০ মিনিটে হিমালয়ের কোলে অবস্থিত মন্দিরটির দরজা বন্ধ করা হয়।
আরও পড়ুন: কেদারনাথ মন্দিরে পুজো করলেন মোদি, শিলান্যাস করলেন রোপওয়ের
ভক্তবৃন্দরা বিশ্বাস করেন যে, মন্দিরের কপাট বন্ধ হয়ে যাবার পর ভগবান শিব শীতকালে ৬ মাস তপস্যায় মগ্ন থাকেন। সকাল ৮ টা বেজে ৩০ মিনিটে মন্দিরের গর্ভগৃহ থেকে বিগ্রহটিকে বিশেষ ভাবে সজ্জিত করে উখিমঠে ওকারেশ্বর মন্দিরে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: কার কথা রাখতে কেদারনাথ দর্শনে এই পোশাকে মোদি?
Uttarakhand | Walls & ceiling of Kedarnath Dham sanctum adorned in 550 layers of gold by 19 artisans in 3 days
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 26, 2022
A 6-member team from IIT Roorkee, Central Building Research Institute, Roorkee & ASI inspected the Dham: Shri Badarinath Kedarnath Temple Committee chief Ajendra Ajay pic.twitter.com/G3s6m1VXBt
">
চলতি বছরের ৬ মে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়েছিল কেদারনাথ মন্দিরের দরজা। পুণ্যলগ্ন দেখে সকাল ৬.২৫ মিনিটেই খুলে দেওয়া হয়েছিল মন্দির। গঙ্গোত্রী ধাম ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে, এদিন বন্ধ হয়েছে যমুনোত্রী ধামও।
এর আগে ২৬ শে সেপ্টেম্বর কেদারনাথ মন্দিরটির গর্ভগৃহ সোনা দিয়ে সাজানো হয়েছে। গর্ভগৃহের দেওয়াল ও ছাদকে ৫৫০টি সোনার স্তর দিয়ে মোড়া হয়েছে।