প্রয়াত হলেন কর্নাটকের সঙ্ঘ পরিবারের বর্ষীয়ান নেতা...
সোমশেখর ভাটের জীবনাবসান (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা কর্নাটকের সোমশেখর ভাট (Somashekhar Bhat) প্রয়াত হয়েছেন রবিবার ৪ ফেব্রুয়ারি। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর প্রয়াণে একটি যুগের অবসান হল। মূলত কর্নাটকের উডুপির এই নেতা অসংখ্য গুরুত্বপূর্ণ কাজের নজির রেখে গিয়েছেন পুরো সঙ্ঘ পরিবারে। জরুরি অবস্থার অত্যন্ত কঠিন সময়ে তিনি দলকে নেতৃত্ব দেন।
তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই সমাজ মাধ্যমের পাতা ভরে ওঠে শোকবার্তায় এবং তাঁর (Somashekhar Bhat) প্রতি শ্রদ্ধা নিবেদনে।
Udupi: Veteran RSS Swayamsevak, Former Senior Functionary of Jan Sangh and BJP, Sri Somashekhar Bhat Udupi is no more. RSS Sarakaryavah Dattatreya Hosabale, others expressed deep condolences on sad demise of Somashekhar Bhat. pic.twitter.com/T1palhv5C5
— Rajesh Padmar (@rajeshpadmar) February 4, 2024
সোমশেখর ভাটের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে।
RSS, Jan Sangh, BJP Senior Leader, Sri Somashekhar Bhat left us today night. Bhat Uncle took lead in #Udupi during Emergency. On 25-04-2020, PM @narendramodi Ji spoke to Bhat Uncle over the Phone for 6 min & enquired about his health. #SomashekharBhat Ji was good friend of my Dad pic.twitter.com/SPY4k9WnWk
— Prof Shrinath Rao K 🇮🇳 (@ProfSRK) February 4, 2024
২০২০ সালের ২৫ এপ্রিল নরেন্দ্র মোদির সঙ্গে সোমশেখর ভাটের ৬ মিনিটের কথোপকথন সামনে আসে। প্রধানমন্ত্রী সোমশেখর ভাটের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান। দেশের প্রতি তাঁর কাজকেও সম্মান জানান প্রধানমন্ত্রী। ওই কথোপকথনের সময় সোমশেখর ভাট প্রধানমন্ত্রীকে জানান যে জনসঙ্ঘ উডুপি পুরসভায় ক্ষমতায় এসেছিল ১৯৬৮ সালে ভিএস আচার্যের নেতৃত্বে। সোমশেখর ভাট (Somashekhar Bhat) নিজেও ওই পুরসভার পুরপিতা ছিলেন।
PM @narendramodi in Udupi, Karnataka, long ago.
— Kiran Kumar S (@KiranKS) January 17, 2018
With the late VS Acharya, Yogish bhat, Gujjadi and Somashekhar Bhat. pic.twitter.com/sdBDoButM9
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।