চন্দ্রপৃষ্ঠের ছবি তুলল বিক্রমের ক্যামেরা এবং তা ট্যুইট বার্তায় প্রকাশ করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা
বিক্রমের পাঠানো প্রথম ছবি (সংগৃহীত চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার সন্ধ্যাবেলায় চাঁদের দক্ষিণ (Chandrayaan 3) মেরুতে সাফল্যের সঙ্গে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। উৎসবে মেতে ওঠে গোটা দেশ। দেশবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি প্রত্যেকেই। দক্ষিণ মেরুতে নামার পরে নিজের কাজ শুরু করে দিল বিক্রম। চন্দ্রপৃষ্ঠের ছবি তুলল বিক্রমের ক্যামেরা এবং তা ট্যুইট বার্তায় প্রকাশ করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ওই পোস্টে লেখা হয়েছে ‘‘চন্দ্রযান-৩ (Chandrayaan 3)-এর ল্যান্ডারের সঙ্গে মক্স-আইএসটিআরসি (ইসরোর ওয়ার রুম)-র সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে।’’
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023
Updates:
The communication link is established between the Ch-3 Lander and MOX-ISTRAC, Bengaluru.
Here are the images from the Lander Horizontal Velocity Camera taken during the descent. #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/ctjpxZmbom
বিক্রম ল্যান্ডারের পেটের ভিতর থেকে রোভার প্রজ্ঞান (Chandrayaan 3) বেরিয়ে এল। বিক্রমের পেট থেকে রোভারকে বের করে আনতে কিছুটা সময় নিলেন বিজ্ঞানীরা। কারণ চাঁদের মাটিতে ধুলো ঝড় হয়েছে। তাই ধুলো লেগে ক্যামেরা বা যন্ত্রাংশের কোনও যাতে ক্ষতি না হয়, তাই এই সতর্কতা অবলম্বন করেন বিজ্ঞানীরা। প্রত্যাশা মতোই এদিন গুটিগুটি পায়ে ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। চন্দ্রপৃষ্ঠের (Chandrayaan 3) গবেষণা করবে এই রোভার। চাঁদের বায়ুমণ্ডলের মৌলিক গঠন সহ একাধিক বিষয়ে তথ্য পাঠাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023
The image captured by the
Landing Imager Camera
after the landing.
It shows a portion of Chandrayaan-3's landing site. Seen also is a leg and its accompanying shadow.
Chandrayaan-3 chose a relatively flat region on the lunar surface 🙂… pic.twitter.com/xi7RVz5UvW
শেষ ধাপের ১৯ মিনিটের মিশন
বুধবার বিকেল ৫টা ৪৫মিনিটে শুরু হয়েছিল চূড়ান্ত পর্যায়ের অবতরণ প্রক্রিয়া। ১৯ মিনিট ধরে চলে মিশনের (Chandrayaan 3) শেষ ধাপ। প্রথমে ল্যান্ডার বিক্রমের উচ্চতা ৩০ কিলোমিটার থেকে কমিয়ে ৭ কিলোমিটার করা হয় এবং তারপরেই শুরু হয় সফট ল্যান্ডিং বা পাখির পালকের মতো নামতে থাকে বিক্রম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। সেখান থেকেই তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই সাফল্যের সাক্ষী থাকলেন। দেশবাসীর উদ্দেশে বললেন, ‘‘আমরা ভারতে, পৃথিবীকে মা বলি। আর চাঁদকে (Chandrayaan 3) বলি মামা। ভারতের শিশুদের মায়েরা এতদিন বলে এসেছেন চাঁদমামা অনেক দূরের। আমার বিশ্বাস ভারতের আগামী প্রজন্মের শিশুরা বলবে চাঁদমামা একটা ট্যুরের।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।