img

Follow us on

Saturday, Jan 18, 2025

S Jaishankar: ‘‘লুট করা হচ্ছে হিন্দুদের দোকান-বাড়ি’’, বাংলাদেশ ইস্যুতে সংসদে বিবৃতি জয়শঙ্করের

Bangladesh: ‘‘বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষা করা সেখানকার সরকারের দায়িত্ব’’, স্পষ্ট বার্তা ভারতের বিদেশমন্ত্রীর...

img

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় সংসদে লিখিত বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (ফাইল ছবি)

  2024-11-29 14:51:19

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপরে আক্রমণের ঘটনায় লোকসভায় লিখিত বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। নিজের বিবৃতিতে বিদেশমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রত্যেকটি ঘটনার ওপরেই নজর রাখছে কেন্দ্রীয় সরকার এবং এ সংক্রান্ত রিপোর্টও সংগ্রহ করা হয়েছে। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের দোকান ঘর বাড়ি লুট করা হচ্ছে। মন্দিরগুলির ওপরে হামলা চালানো হচ্ছে এবং অন্যান্য ধর্মস্থলগুলিতেও হামলা চলছে।’’ তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষা করা সেখানকার সরকারের দায়িত্ব।

হামলার চলছে গত অগাস্ট মাস থেকে 

গত অগাস্ট মাস থেকে এই ঘটনা চলছে বলে লিখিত বিবৃতিতে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। প্রসঙ্গত, বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়ে প্রশ্ন উত্থাপন করেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বিজেপি সাংসদ অরুণ কুমার সাগর। এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিটি ঘটনারই রিপোর্ট রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, হিন্দুদের ওপর হামলার ঘটনায় ঢাকার কাছে নিজেদের উদ্বেগও প্রকাশ করেছে নয়াদিল্লি।

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু নির্যাতন ও চিন্ময় প্রভুর গ্রেফতারির বিরুদ্ধে আওয়াজ উঠল ব্রিটিশ সংসদেও

উৎসবেও চলেছে হামলা 

এস জয়শঙ্কর (S Jaishankar) নিজের লিখিত বিবৃতিতে আরও বলেন, ‘‘বাংলাদেশের সাম্প্রতিক উৎসবের সময়ও মন্দির ও পুজো মণ্ডপগুলিতে হামলার ঘটনা চোখে পড়েছে।’’ প্রসঙ্গত চলতি বছরে দুর্গাপুজোর সময়ে ঢাকার তাঁতিবাজারে পুজো মণ্ডপে হামলা হয়। ভাঙচুর করা হয় বিগ্রহ। একই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা জেলার যশোরের কালীমন্দিরেও চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রসঙ্গত, বিদেশমন্ত্রী নিজের বিবৃতিতে আরও জানিয়েছেন, ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিদেশমন্ত্রী আরও বলেন, ‘‘বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘু সহ সকল নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করা সেখানকার সরকারের দায়িত্ব।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

s jaishankar

Madhyom

Bangladesh

bangla news

Bengali news

Violence Against Hindus

Bangladesh Indian High Commission


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর