জন্মদিনে বিশ্বকর্মা যোজনা ও যশোভূমি সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
জন্মদিনে এক প্রথাগত শিল্পীর সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ৭৪ বছরে পা রেখেছেন প্রধানমন্ত্রী (Pm Narendra Modi)। এদিন তাঁর জন্মদিন উপলক্ষ্য সেবা কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। নিজের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার’ যার পোশাকি নাম দেওয়া হয়েছে যশোভূমি। পাশাপাশি আজ বিশ্বকর্মা পুজোর দিন চালু করলেন ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ প্রকল্প। প্রসঙ্গত, বিশ্বকর্মা যোজনা প্রকল্পের মাধ্যমে দেশ জুড়ে প্রথাগত শিল্পীরা স্বল্প সুদে ঢালাও ঋণ পাবেন। এদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন দিল্লি এয়ারপোর্ট মেট্রোর যা কিনা দ্বারকার যশোভূমি পর্যন্ত সংযুক্ত হয়েছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেট্রোতে সফরও করেন। তাঁকে বাচ্চাদের চকোলেট দিতে দেখা যায়। মেট্রোর যাত্রীরা তাঁর সঙ্গে সেলফিও তোলেন।
বিশ্বকর্মা প্রকল্প চালুর পরে প্রধানমন্ত্রী (Pm Narendra Modi) বলেন, ‘‘দেশের বিশ্বকর্মাদের খুঁজে বের করে, সাহায্য করতে হবে।’’ প্রধানমন্ত্রীর আরও সংযোজন, ‘‘আগে স্থানীয়দের কণ্ঠস্বর হতে হবে, তারপর বিশ্বভাবনা (First Be Vocal For Local, Then Go Global)।’’ প্রসঙ্গত, বিশ্বকর্মা যোজনা যে চালু হতে চলেছে, তার ঘোষণা প্রধানমন্ত্রী করেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই। মোট ১৩ হাজার কোটি টাকার এই প্রকল্পে দেশের প্রথাগত শিল্পীরা অনেকটাই লাভবান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার যশোভূমি প্রদর্শনী, সম্মেলনের কাজে ব্যবহার করা যাবে। যশোভূমি সেন্টার তৈরিতে মোট খরচ হয়েছে ৫ হাজার ৪০০ কোটি টাকা। ১১ হাজার মানুষ এখানে বসে যে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) এদিন বিভিন্ন প্রথাগত শিল্পীদের সঙ্গেও কথা বলেন। পুষ্পার্ঘ নিবেদন করেন বিশ্বকর্মার প্রতিকৃতিতে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনে বাণিজ্যিকভাবে চ্রেন চলা শুরু হয়েছে বিকাল ৩ টে থেকে। বিশ্বকর্মা পুজো থেকেই উৎসবের মরসুম শুরু গেল। পরপর চলতে থাকবে গণেশ চতুর্থী, দুর্গা পুজো বা নবরাত্রি, দীপাবলি ইত্যাদি। এই সময়ে স্থানীয় শিল্পীদের কাছে কেনাকাটা করতে দেশের মানুষের কাছে আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।