img

Follow us on

Wednesday, Dec 04, 2024

Weather Update: ১২৩ বছর পর দ্বিতীয় উষ্ণতম নভেম্বর পেল দেশ, বলছে মৌসম ভবনের রিপোর্ট

November: ২০২৪ সালের নভেম্বর ১২৩ বছরে দ্বিতীয় উষ্ণতম, প্রথম কোনটি জানেন?

img

নভেম্বর উষ্ণতম মাস (সংগৃহীত ছবি)

  2024-12-03 16:01:56

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের নভেম্বর মাস গত ১২৩ বছরে দ্বিতীয় উষ্ণতম হিসেবে চিহ্নিত হয়েছে। ভারতের আবহাওয়া (Weather Update) বিভাগ (আইএমডি) সূত্রে জানা গিয়েছে, ১২৩ বছরের মধ্যে এবছরের নভেম্বর দ্বিতীয় উষ্ণতম হিসেবে বিবেচিত হয়েছে। ১৯০১ সালে নভেম্বর এরকম উষ্ণতম ছিল। তার পর এবছরের নভেম্বর দ্বিতীয় উষ্ণতম হিসেবে বিবেচিত হয়েছে।

আবহাওয়া দফতরের আধিকারিক কী বললেন? (Weather Update)

আবহাওয়া (Weather Update) দফতর সূত্রে জানা গিয়েছে, ১৯৯১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তার থেকে ২০২৪ সালে তাপমাত্রা বেশি রয়েছে। গত ৩০ বছরের গড়ের তুলনায় ২০২৪ সালের নভেম্বরের দেশব্যাপী গড় সর্বোচ্চ, সর্বনিম্ন এবং গড় তাপমাত্রা যথাক্রমে ০.৬২ ডিগ্রি, ১.০৫ ডিগ্রি এবং ০.৮৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে নভেম্বর সর্বাধিক তাপমাত্রার পরিপ্রেক্ষিতে ভারতের দ্বিতীয় উষ্ণতম এবং গড় তাপমাত্রার নিরিখে তৃতীয় উষ্ণতম এবং সর্বনিম্ন তাপমাত্রার জন্য সপ্তম উষ্ণতম হিসেবে বিবেচিত হয়েছে। এই উষ্ণ আবহাওয়ার জন্য দুটি কারণের কথা জানিয়েছেন মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি বলেন, পশ্চিমী ঝঞ্ঝার অনুপস্থিতি। সারা দেশে ঘূর্ণিঝড়ের অভাব। এই কারণে সারা মাসে বৃষ্টির পরিমাণও কম হয়েছে। নভেম্বর মাসে এই অঞ্চলের ওপর দিয়ে মাত্র তিনটি পশ্চিমী ঝঞ্ঝার সংগঠিত হয়েছে এবং বঙ্গোপসাগরে মাত্র দুটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড় ফেঙ্গাল। সাধারণত, নভেম্বরে আরও সক্রিয় ঘূর্ণিঝড় সংঘঠিত হতে দেখা যায়, যা বৃষ্টিপাত আনতে সাহায্য করে। কিন্তু এই বছর এটি ছিল না। তাই এটি ভারতের ওপর খুব বেশি প্রভাব ফেলেনি। সুতরাং, উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের সমভূমিতে খুব বেশি বৃষ্টিপাত হয়নি।

দেশে বৃষ্টির পরিমাণ

হাওয়া (Weather Update) অফিস সূত্রে জানা গিয়েছে, সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। বৃষ্টির পরিমাণ মাত্র ২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ৭৯.৯ শতাংশ কম। দক্ষিণ ভারতে সাধারণত উত্তর-পূর্ব বর্ষা থেকে উপকৃত হয়। এছাড়াও ৩৭.৯ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি হয়েছে। আইএমডি প্রধান উল্লেখ করেছেন, ২০০১ থেকে ২০২৪ সালের ডেটা থেকে দেখা যাচ্ছে যে ভারতে গত ২৪ বছরে নভেম্বর মাসে মাত্র ছয় বার স্বাভাবিক বা গড় বৃষ্টিপাত হয়েছে। মহাপাত্র উল্লেখ করেছেন যে পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা সৃষ্ট বৃষ্টিপাত ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে।

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Weather Update

bangla news

Bengali news

November


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর