বর্তমানে খোঁজ মিলছে না ওই ব্যক্তির, ইতিমধ্যেই ‘লুকআউট সার্কুলার’ জারি করা হয়েছে...
এয়ার ইন্ডিয়া
মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে এক বিরল, অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হন এক প্রবীণ মহিলা। নিউইয়র্ক থেকে ভারতে ফিরছিলেন তিনি। যাত্রাপথে তাঁর গায়ে তাঁরই এক সহযাত্রী মদ্যপ অবস্থায় প্রস্রাব (Air India Urination Incident) করে দেন বলে অভিযোগ করেছেন তিনি।
সত্তরের কোঠায় বয়স ওই মহিলার। এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন তিনি। কিন্তু এই বিলাসবহুল যাত্রাপথেও তাঁর সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে এখনও যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। বিজনেস ক্লাসে ভ্রমণ করেও এমন অভব্য আচরণ করেন, কে এই ব্যক্তি? ব্যক্তির পরিচয় জানলে চমকে উঠবেন। তিনি যে সে লোক নন। নাম শঙ্কর মিশ্র। তিনি একটি বহুজাতিক সংস্থার উচ্চপদে কর্মরত। ওই ব্যক্তিকে সনাক্ত করেছে দিল্লি পুলিশ। তিনি মুম্বাইয়ের বাসিন্দা। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, যাতে তিনি দেশ না ছাড়তে পারেন, শঙ্কর মিশ্রের বিরুদ্ধে ‘লুকআউট সার্কুলার’ জারি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর জন্য ইতিমধ্যেই ‘ইমিগ্রেশন ব্যুরো’কে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: কলকাতা ১০.৯ ডিগ্রি! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত (Air India Urination Incident) শঙ্কর মিশ্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থার ভারতীয় শাখার ভাইস-প্রেসিডেন্ট। তিনি মুম্বাইয়ে বাসিন্দা। আপাতত তিনি পলাতক। বাড়ি থেকে পালিয়েছেন। ওই ব্যক্তির খোঁজে দিল্লি পুলিশের একটি দল মুম্বাই পাড়ি দিয়েছে। স্থানীয় পুলিশ শঙ্কর মিশ্রর বাড়ি ও তাঁর পরিচিত অন্যান্য স্থানে হানা দিয়েছিল। কিন্তু ওই ব্যক্তির হদিশ মেলেনি। এয়ার ইন্ডিয়ার কাছে ওই বৃদ্ধা যাত্রী লিখিত অভিযোগ জানিয়েছেন, তার ভিত্তিতেই বুধবার দিল্লি পুলিশ শঙ্কর মিশ্রর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
ইতিমধ্যেই শঙ্কর মিশ্রকে ৩০ দিনের জন্য ‘নো ফ্লাই’ তালিকাভুক্ত (Air India Urination Incident) করেছে এয়ার ইন্ডিয়া। ৩০ দিনের মধ্যে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে তাঁকে উঠতে দেওয়া হবে না। কিন্তু এবার প্রশ্ন উঠেছে এয়ার ইন্ডিয়ার অপেশাদারিত্ব নিয়েও। এই ঘটনার প্রেক্ষিতে বিমান সংস্থার ‘অপেশাদার’ আচরণের বিরুদ্ধে সরব হয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা, ডিজিসিএ। বৃহস্পতিবার, সংস্থা এবং নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটের আধিকারিক ও ক্রুদের কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে ডিসিজিএ। জানতে চাওয়া হয়েছে, ২৬ নভেম্বরের প্রস্রাব কাণ্ডে দায়িত্ব পালনে গাফিলতির জন্য কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।