img

Follow us on

Saturday, Jan 18, 2025

Ashok Gehlot: কংগ্রেস সভাপতির নির্বাচন লড়বেন না অশোক গেহলট, সোনিয়ার কাছে চাইলেন ক্ষমা

রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকবেন কি না সেই সিদ্ধান্তও দলনেত্রীর ওপরই ছেড়েছেন তিনি।  

img

অশোক গেহলট

  2022-09-29 20:03:07

মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের সভাপতি পদের নির্বাচন ( Polls for Congress President) লড়বেন না প্রবীণ নেতা অশোক গেহলট (Ashok Gehlot)। সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) জানিয়ে দিলেন সে কথা। সোনিয়ার সঙ্গে সাক্ষাতের পরই সিদ্ধান্তে এই বদল। এর আগে তাঁর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর রাজস্থান কংগ্রেসে তীব্র অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছিল। অসন্তোষ প্রকাশ করেছিল কংগ্রেস হাইকমান্ডও। তারপরই বৃহস্পতিবার বিকেলে দলের নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন গেহলট। রাজস্থান কংগ্রেসের অন্তর্কলহের কারণে নেত্রীর কাছে ক্ষমাও চান বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: কেন্দ্রের নিষিদ্ধ ঘোষণার পরেই, পিএফআইকে 'বেআইনি সংগঠন' আখ্যা তিন রাজ্যের  

সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর অশোক গেহলট বলেন, "আমি কোচিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে তাঁকে কংগ্রেস সভাপতি পদে নির্বাচনে লড়তে অনুরোধ করেছি। তিনি রাজি না হওয়ায়, আমি বলেছিলাম আমি প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু, এখন রাজস্থান রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি।” 

আরও পড়ুন: রাজস্থান বিদ্রোহকাণ্ডে ছাড় গেহলটকে!  

রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকবেন কি না সেই সিদ্ধান্তও দলনেত্রীর ওপরই ছেড়েছেন তিনি। এ বিষয়ে বলেন, "মুখ্যমন্ত্রিত্বের বিষয়ে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। আমি মুখ্যমন্ত্রী থাকব কি না তা ম্যাডামই জানাবেন। ইন্দিরাজির সময় থেকে আমি কংগ্রেসের অনুগত সৈনিক। জয়পুরে যা ঘটেছে, তাতে আমি দুঃখ প্রকাশ করেছি। দু দিন আগে যা ঘটেছিল, তাতে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। মনে হয়েছে, আমার মুখ্যমন্ত্রী হতে চাওয়াতেই এটা ঘটেছে। আমি সোনিয়াজির কাছে ক্ষমা চেয়েছি।"    

কংগ্রেস সভাপতি নির্বাচিত হলে, গেহলটকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে বলে আগেই জানিয়েছিলেন রাহুল গান্ধী। এরপরই তাঁর অনুপস্থিতিতে শচীন পাইলট মুখ্যমন্ত্রী হবেন এই আশঙ্কায় বিদ্রোহের পথে হাঁটেন গেহলট অনুগামীরা। এই ঘটনার পরেই গেহলট অনুগত তিন নেতাকে হাই কম্যান্ডের পক্ষ থেকে শো কজের নোটিসও ধরানো হয়। তারপরও দলের অভ্যন্তরীণ এই রাজনীতি থামানো যায়নি।   
 
গেহলটের উত্তরসূরি বেছে নিতে কংগ্রেস জয়পুরে দলীয় বিধায়কদের একটি বৈঠক ডেকেছিল। কংগ্রেস নেতা অজয় ​​মাকেন এবং মল্লিকার্জুন খড়্গেকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। কিন্তু তাঁদের অবজ্ঞা করে গেহলট অনুগতরা 'সমান্তরাল বৈঠক' করেন। এই বিষয়ে মাকেন এবং  খড়্গে, সোনিয়া গান্ধীকে একটি লিখিত রিপোর্ট দেওয়ার পরই তাঁর সঙ্গে এদিন সাক্ষাৎ করেন অশোক গেহলট।   

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Sonia Gandhi

Ashok Gehlot

Polls for Congress President


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর