img

Follow us on

Wednesday, Jan 22, 2025

Indian Army Chief Manoj Pande: "চিনকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না", কড়া বার্তা নতুন সেনাপ্রধানের

General Manoj Pande: জেনারেল মনোজ পাণ্ডে বললেন, "আমরা একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে... 

img

সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে (ফাইল চিত্র)

  2022-05-02 17:30:06

মাধ্য়ম নিউজ ডেস্ক: দেশের সেনাপ্রধানের (Indian Army Chief) দায়িত্বভার গ্রহণ করেই চিনের (China) উদ্দেশ্য়ে কড়া বার্তা দিলেন জেনারেল মনোজ পাণ্ডে (General Manoj Pande)। তিনি জানিয়ে দিলেন, সীমান্ত এলাকায় চিনকে কোনও পরিস্থিতিতে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না।

গত সপ্তাহে সেনাপ্রধানের পদ থেকে অবসর নেন মনোজ মুকুন্দ নারাভানে (MM Naravane)। তাঁর জায়গায় দেশের ২৯ তম সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেন জেনারেল মনোজ পাণ্ডে। একটি সাক্ষাৎকারে চিনের সঙ্গে সংঘাত নিয়ে সেনাপ্রধান বলেন, “আমরা একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে, স্থিতবস্থায় কোনওরকম পরিবর্তন আমরা হতে দেব না। আর কোনও ভাবেই জমি খোয়াব না।’’

মনোজ পাণ্ডে বলেন, ‘‘ভারত-চিন সীমান্তে (India China border) যে অবস্থা রয়েছে তার কোনও পরিবর্তন হবে না।’’ সেনাপ্রধানের দাবি, ‘‘ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (Line of Actual control) বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সেনাও (Indian Army) কৌশলগত সঠিক অবস্থানে রয়েছে। প্রতিবেশীর নিয়মিত উস্কানিমূলক কর্মকাণ্ডের যোগ্য জবাব দেওয়া হয়েছে। তাই এলাকা এখন শান্ত।’’

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে কথাবার্তাই একমাত্র সমাধান। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর আমরা অতিরিক্ত সরঞ্জাম মোতায়েন করেছি। আমাদের লক্ষ্য হল প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমিত করা। সেনার কার্যকারিতা এবং শক্তিবৃদ্ধির জন্য বর্তমানে যে সংস্কার চলছে সেটাতেই নজর দিতে চাই।” একইসঙ্গে ইন্টার-সার্ভিস সমন্বয় বাড়ানোর গুরুত্বের ওপরও জোর দেন নতুন সেনাপ্রধান।

অন্যদিকে, পাকিস্তান সীমান্ত (Pakistan Border) নিয়েও নিজের মুখ খুলেছেন সেনাপ্রধান। মনোজ পাণ্ডে জানান, আগের তুলনায় সংঘর্ষের পরিমাণ কমেছে। ফলে, নিয়ন্ত্রণরেখার (Line of Control) দুদিকেই স্থানীয় বাসিন্দারা কিছুটা হলেও ভাল আছেন। তবে, তিনি এ-ও জানান, পাকিস্তানের দিক থেকে সন্ত্রাস ও মাদক পাচার (drug smuggling) দুই-ই চলছে। ফলে, নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ কমলেও, কাশ্মীরের অভ্যন্তরে নাশকতা কার্যকলাপ (terrorism) বেড়ে গিয়েছে। 

 

 

Tags:

Indian Army

Indian Army Chief

General Manoj Pande

Indian Army Chief Manoj Pande

new Army chief Manoj Pande

Army chief General Manoj Pande

Army chief Manoj Pande

Manoj Pande China border

Manoj Pande LAC

Manoj Pande LoC

Manoj Pande on China-Pak border


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর