World Leader: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিশ্ব নেতারা কী বললেন?
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) ৯২ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দু'বারের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতির জন্য সারা বিশ্ব থেকে সমবেদনা বর্ষিত হয়েছে। অনেক বিশ্ব নেতা (World Leader) তাঁর অবদান এবং তাঁদের জাতির সঙ্গে উষ্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মনমোহন সিংকে (Manmohan Singh) মার্কিন-ভারত কৌশলগত অংশীদারিত্বের অন্যতম "সর্বশ্রেষ্ঠ চ্যাম্পিয়ন" বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তাঁর কাজ অনেক কিছুর ভিত্তি স্থাপন করেছিল বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, "মার্কিন-ভারত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির অগ্রগতিতে তাঁর নেতৃত্ব গত দুই দশকে একত্রে সম্পন্ন করেছে।" তিনি আরও বলেন, "ভারতে ডঃ সিংকে তার অর্থনৈতিক সংস্কারের জন্য স্মরণ করা হবে। আমরা ডক্টর সিংয়ের মৃত্যুতে শোকাহত। সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে কাছাকাছি নিয়ে আসার জন্য তার উত্সর্গকে স্মরণ করব।"
মনমোহন সিংয়ের (Manmohan Singh) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। তিনি লিখেছেন, "আমার প্রাক্তন সহকর্মী প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুর খবর পেয়ে আমি দুঃখিত। তিনি ব্যতিক্রমী বুদ্ধিমত্তা, সততা এবং প্রজ্ঞার অধিকারী ছিলেন। লরিন এবং আমি তাঁর সমস্ত পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা জানাতে চাই"।
I am saddened to learn of the passing of my former colleague, Prime Minister Manmohan Singh. He was an individual of exceptional intelligence, integrity, and wisdom. Laureen and I wish to convey our condolences to all his family and friends.
— Stephen Harper (@stephenharper) December 26, 2024
প্রাক্তন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই ডাঃ সিংকে "আফগানিস্তানের জনগণের অটল মিত্র এবং বন্ধু" হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, "ভারত তার সবচেয়ে কৃতি সন্তানদের একজনকে হারিয়েছে। ডঃ মনমোহন সিং (Manmohan Singh) ছিলেন আফগানিস্তানের জনগণের একজন অটল মিত্র এবং বন্ধু। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার পরিবার, সরকার এবং ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর আত্মা চির শান্তি পায়"।
#India has lost one of its most illustrious sons. #Dr_Manmohan_Singh was an unwavering ally and friend to the people of #Afghanistan. I profoundly mourn his passing and extend my deepest condolences to his family, the government, and the people of India.
— Hamid Karzai (@KarzaiH) December 26, 2024
May his soul find… pic.twitter.com/ZrY5bCFVIR
মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদও শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "মনমোহন সিং চলে গিয়েছেন শুনে খুব খারাপ লাগছে। আমি সবসময়ই তার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। একজন পরোপকারী পিতার মতো ব্যক্তিত্ব পেয়েছি। তিনি মালদ্বীপের একজন ভালো বন্ধু ছিলেন।"
So sad to hear Manmohan Singh has passed. I always found him a delight to work with, and like a benevolent father figure. He was a good friend of the Maldives. @HCIMaldives pic.twitter.com/I0vnfimKpl
— Mohamed Nasheed (@MohamedNasheed) December 26, 2024
ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভাও 'বন্ধু' মনমোহন সিংকে শ্রদ্ধা নিবেদন করেছেন। IBSA (ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা) ডায়ালগ ফোরাম এবং ব্রিকস গ্রুপিং প্রতিষ্ঠায় তাঁর অবদান তিনি স্মরণ করেছেন। তিনি বলেছেন, "ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী (Manmohan Singh) মনমোহন সিং-এর মৃত্যুতে সমবেদনা জানাই। আমরা একুশ শতকের প্রথম দশকে সরকারের সমসাময়িক ছিলাম। আমাদের দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে একসঙ্গে কাজ করেছি। সিং আইবিএসএ তৈরিতে, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ভারতকে একত্রিত করা এবং ব্রিকস প্রতিষ্ঠায় জড়িত ছিলেন"। ব্রাজিলের রাষ্ট্রপতি ডক্টর সিংয়ের সঙ্গে ২০১২ সালে তার বৈঠকের কথাও স্মরণ করেন। তিনি বলেছেন, "২০১২ সালে যখন আমি আর রাষ্ট্রপতি ছিলাম না, তখন আমরা নয়াদিল্লিতে দেখা করেছিলাম। উন্নয়ন, দারিদ্র্য ও ক্ষুধা মোকাবিলা এবং গ্লোবাল সাউথের সহযোগিতার বিষয়ে অনেক কথা বলেছিলাম। ভারতের জনগণ, পরিবার, বন্ধুবান্ধব এবং সহচরদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রইল"।
Meus sentimentos pelo falecimento do meu amigo, o ex-primeiro-ministro da Índia Manmohan Singh. Fomos contemporâneos de governo na primeira década do século XXI e trabalhamos juntos pelo crescimento das relações entre nossos países e para a construção de um mundo mais justo.… pic.twitter.com/brxiBF4VXC
— Lula (@LulaOficial) December 26, 2024
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচন্ড' মনমোহন সিংয়ের (Manmohan Singh) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁকে "একজন দূরদর্শী নেতা এবং একজন অসাধারণ রাষ্ট্রনায়ক" বলে অভিহিত করেছেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, "তাঁর পরিবার এবং ভারতের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। তাঁর উত্তরাধিকার প্রজন্মকে অনুপ্রাণিত করবে"।
শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসে বলেছেন, "প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর (Manmohan Singh) মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন দূরদর্শী অর্থনীতিবিদ এবং ভারতের অর্থনৈতিক উদারীকরণের স্থপতি। তাঁর অবদান ভারতের জন্য একটি নতুন যুগের সূচনা করেছে। তাঁর পরিবার, বন্ধু এবং ভারতের জনগনের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"
ভারতে ফিনল্যান্ডের দূতাবাসও শোক প্রকাশ করে বলেছে, "রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা এবং নয়াদিল্লিতে ফিনল্যান্ডের দূতাবাস ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করে।" ভারতে কোরিয়ান দূতাবাস লিখেছে: "প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই ক্ষতির সময়ে আমরা তাঁর পরিবার এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।" মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স সরকারের দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে পরিচালিত হবে। ডক্টর সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।