img

Follow us on

Friday, Nov 29, 2024

Yaba: বাংলাদেশ সীমান্তের কাছে বিএসএফ অভিযানে বাজেয়াপ্ত ১.৭০ কোটি মূল্যের ইয়াবা ট্যাবলেট

ট্যাবলেটগুলি গাড়ির বিভিন্ন গোপন খোপে রেখে পাচার করা হচ্ছিল।    

img

ইয়াবা

  2022-12-29 14:29:20

মাধ্যম নিউজ ডেস্ক: পাচারচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল কাস্টমস এবং বিএসএফ-এর যৌথ বাহিনী। বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযানে ১৭ হাজার নিষিদ্ধ নেশাদ্রব্য ইয়াবা (Yaba) ট্যাবলেট বাজেয়াপ্ত হল। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ অসমের কাছাড় জেলার অন্তর্গত কাটিগড়ার হিলাড়ায় অভিযান চালিয়ে ১.৭ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সমেত এক পাচারকারী জিয়াউর রহমানকে হাতেনাতে আটক করেছে নিরাপত্তারক্ষী বাহিনী।

আরও পড়ুন: ‘‘গণতন্ত্র বিপন্ন’’! দার্জিলিং পুরসভায় দল ক্ষমতায় আসার দিনেই তৃণমূল ছাড়লেন বিনয়

কী জানা গেল?

বিএসএফ-এর কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দাসূত্রে খবর পাওয়ার পরেই মঙ্গলবার মধ্যরাত থেকে বিএসএফ-এর ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট শিলচরের ১ নম্বর ব্যাটালিয়ন এবং করিমগঞ্জ কাস্টমস ডিভিশনের যৌথ অভিযানে কাটিগড়ার হরিনগর (Yaba) বর্ডার আউট পোস্ট থেকে ১৬ কিলোমিটার দূরে ৬ নম্বর জাতীয় সড়কের হিলাড়া রেলগেট সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। মধ্যরাতে প্রায় ১:২০ মিনিটে মেঘালয়গামী এমএল ০৫ পি ৮৬৫৪ নম্বরের একটি অলটো গাড়ি আটক করে বিএসএফ। তাতে তল্লাশি চালিয়ে মোট ৮৯ প্যাকেটে মোড়া ১৭,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। ট্যাবলেটগুলি গাড়ির বিভিন্ন গোপন খোপে রেখে পাচার করা হচ্ছিল।    

জানা গিয়েছে, কালো রঙের ২১টি প্যাকেট এবং নীল রঙের ৬৮টি প্যাকেট থেকে এগুলি উদ্ধার করা হয়েছে। সঙ্গে সঙ্গে গাড়িকে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট পাচারকারী গাড়ির চালককে আটক করে তাকে হেফাজতে নেওয়া হয়। 

জনসংযোগ আধিকারিক আরও জানান ট্যাবলেট প্রতি ন্যূনতম ১ হাজার টাকার হিসেবে বাজেয়াপ্তকৃত ১৭ হাজার ইয়াবা (Yaba)  ট্যাবলেটের আন্তর্জাতিক বাজারমূল্য কম করেও ১ কোটি ৭০ লক্ষ টাকা। এমনটাই ধারণা করা হচ্ছে। এছাড়া ৭ হাজার টাকা মূল্যের রেডমি অ্যানড্রয়েড মোবাইল ফোনের হ্যান্ডসেট, মাদকবাহী অলটো কারের মূল্য ২ লক্ষ টাকা ধার্য করেছে বিএসএফ। বাজেয়াপ্তকৃত সব সামগ্রীর সর্বমোট বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭২ লক্ষ ৭ হাজার টাকা হবে বলে জানিয়েছেন বিএসএফ আধিকারিক।

পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাজেয়াপ্তকৃত ইয়াবা (Yaba) ট্যাবলেট সহ ধৃত পাচারকারীকে করিমগঞ্জ কাস্টম ডিভিশনের আধিকারিকদের কাছে সঁপে দেওয়া হয়েছে বলে জানান বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক ইনস্পেক্টর ঝিম্মি এইচ রাঙ্গাটে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 

Tags:

BSF

Yaba


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর