Modi: ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন।
যোগের উপকারিতা প্রসঙ্গে মোদি
মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। তার আগে দেশের জনগণকে যোগ সাধনার প্রয়োজনীয়তা স্মরণ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, "জ্ঞান, কর্ম এবং ভক্তির একটি নিখুঁত সংমিশ্রণ যোগ। এই গতিশীল বিশ্বে, এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং শান্তির উৎস হিসেবে কাজ করে।"
'যোগা ইন আওয়ার ডেইলি লাইভস' নামের একটি সিনেমাও নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায়, "শেষ কয়েক বছরে বিশ্বব্যাপী ব্যপক জনপ্রিয়তা পেয়েছে যোগ ব্যয়াম। কোম্পানির সিইও, অভিনেতা থেকে খেলোয়াড়, সবাই দৈনিক যোগাভ্যাস করেন।"
আরও পড়ুন: বিকাশ ও ঐতিহ্য চলবে হাত ধরাধরি করে, বললেন প্রধানমন্ত্রী
'মন কি বাত' রেডিও অনুষ্ঠানে রবিবার প্রধানমন্ত্রী আরও বলেন, "আগামী দিনে গোটা বিশ্ব পালন করবে আন্তর্জাতিক যোগ দিবস। আমি সবাইকে এই দিনটি পালন করার অনুরোধ করব। যোগকে নিজের জীবনের অংশ করে নিন।"
আরও পড়ুন: আন্তর্জাতিক যোগ দিবসের আগে বরফের মাঝে যোগ, অনুশীলনে ITBP
এবছর অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস। এবছরের থিম 'মানবতার জন্যে যোগ'। কোভিড মহামারীর সময়ে কী ভাবে মানুষের দুঃখ-কষ্ট দূর করতে বড় ভূমিকা পালন করেছে যোগ, তা বর্ননা করা হয়েছে এবছরের থিমে। থিমটি বেছে নিয়েছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। গোটা বিশ্ব জুড়েই পালিত হবে যোগ দিবস। মূল প্রদর্শনী অনুষ্ঠানটি হবে কর্নাটকের মাইসুরুতে।
'মন কি বাত' অনুষ্ঠানে এবছরের যোগ দিবসের থিমের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। গত বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল 'সুস্থতার জন্য যোগ'।
২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। তারপর থেকেই প্রতিবছর পালন হয়ে আসছে এই বিশেষ দিনটি। ভারতের সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যোগ সাধনা। এখন এই সাধনা ভারতের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে সমাদৃত। এই ঐতিহ্যকেই বিশ্ব দরবার আরও জনপ্রিয় করতেই কেন্দ্রের এই প্রয়াস।