img

Follow us on

Tuesday, Jan 07, 2025

Yogi Adityanath: প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তির তিথি ১১ জানুয়ারি, অযোধ্যায় রামলালার অভিষেক করবেন যোগী

Ram Lalla: রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ১১ জানুয়ারি অযোধ্যায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন তীর্থক্ষেত্র ট্রাস্টের....

img

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (ফাইল ছবি)

  2025-01-06 10:57:39

মাধ্যম নিউজ ডেস্ক: রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি। এই আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অযোধ্যায় রামলালার অভিষেক করবেন বলে জানা গিয়েছে। এই কর্মসূচি হতে চলেছে ১১ জানুয়ারি। অনুষ্ঠানে হাজির থাকবেন সঙ্গীত শিল্পী ঊষা মঙ্গেশকর। অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে তিন দিন ধরে (১১-১৩ জানুয়ারি) সাংস্কৃতিক অনুষ্ঠানে চলবে অঙ্গদ টিলাতে। সেখানেই ধর্মীয় সংগীত পরিবেশন করবেন উষা মঙ্গেশকর। তাঁর সঙ্গে থাকবেন ময়ূরেশ পাইও। তিনিও ভজন গাইবেন। এছাড়াও হাজির থাকবেন, সোনু নিগম, শঙ্কর মহাদেবনের মতো শিল্পীরা।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী তিথি পড়েছে ১১ জানুয়ারি 

প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলালার (Ram Lalla) মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। চলতি বছরে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ওই তিথি পড়েছে ১১ জানুয়ারি। তাই সেই দিনে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে এই অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে। ১১ জানুয়ারি ওই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে প্রতিষ্ঠা দ্বাদশী। তিন দিন ধরে চলা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে সম্পূর্ণ অনুষ্ঠানের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রবিবারের ওই সাংবাদিক সম্মেলনে তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে প্রতিষ্ঠা দ্বাদশীর দিন অর্থাৎ ১১ জানুয়ারি রামলালার অভিষেক করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

ভক্তদের উদ্দেশে ভাষণ দেবেন যোগী (Yogi Adityanath) 

অভিষেক পর্ব সমাপ্ত হলে যোগী আদিত্যনাথ রামলালার মন্দির প্রাঙ্গণে অঙ্গদ টিলাতে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখবেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ১১ জানুয়ারি হল পৌষ শুক্লপক্ষ। ওইদিনই দ্বাদশী তিথি এবং হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বিক্রম সংবাদ ২০০১। ওইদিনে অভিষেক করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Yogi Adityanath

bangla news

Bengali news

Ram Lalla

abhishek Ram Lalla


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর