Sanskrit schools: সংস্কৃত পড়ুয়াদের জন্য স্কলারশিপ চালু করার ঘোষণা যোগীর...
সংস্কৃত শুধুমাত্র দেববাণী নয়, এটা হচ্ছে একটা বিজ্ঞানসম্মত ভাষা, বললেন যোগী আদিত্যনাথ
মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানিয়েছেন, তাঁর সরকার ফিরিয়ে আনবে গুরুকুল ধাঁচের শিক্ষাব্যবস্থাকে (Sanskrit schools)। রবিবারই এমন কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত এ দিনই তিনি হাজির ছিলেন বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। যেখানে তিনি একটি স্কলারশিপ প্রোগ্রামও চালু করেন সংস্কৃত পড়ুয়াদের জন্য।
যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এদিন পড়ুয়াদের সংস্কৃত ভাষার ওপর চর্চা ও গবেষণা চালিয়ে যেতে বলেন। তাঁর নিজের ভাষায়, ‘‘এটাই হল বিজ্ঞান ও প্রযুক্তির ভাষা।’’ প্রসঙ্গত, যোগী আদিত্যনাথ সরকারের চালু করা ওই স্কলারশিপ স্কিমের আওতায় মোট ৫৮৬ লাখ টাকা প্রদান করা হবে, উপকৃত হবেন ৬৯,১৯৫ জন সংস্কৃত পড়ুয়া।
আরও পড়ুন: সাইবার অপরাধের নতুন ফাঁদ ‘ডিজিটাল গ্রেফতারি’! সতর্কবার্তা প্রধানমন্ত্রী মোদির
আদিত্যনাথ (Yogi Adityanath) আরও বলেন, ‘‘সংস্কৃত ভাষা শিক্ষা, মানবতার পাঠ দেয়।’’ এর পাশাপাশি তাঁর পূর্ববর্তী অখিলেশ যাদব সরকারকেও এদিন নিশানা করেন যোগী আদিত্যনাথ। বলেন, ‘‘পূর্বতন সরকার শুধুমাত্র ৩০০ সংস্কৃত (Sanskrit schools) পড়ুয়াদের স্কলারশিপ দিত এবং তার মধ্যেও ছিল আবার বয়সের বিধি-নিষেধ। কিন্তু নতুন উদ্যোগে সমস্ত সংস্কৃত পড়ুয়ারাই স্কলারশিপ পাবেন।’’
যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এদিন বলেন, ‘‘সংস্কৃত শুধুমাত্র দেববাণী নয়, এটা হচ্ছে একটা বিজ্ঞানসম্মত ভাষা, যা আধুনিক ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করা যেতে পারে।’’ এদিন তিনি আরও জানিয়েছেন, এই স্কলারশিপের সুবিধা যে সমস্ত পড়ুয়ারা পাবেন, সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সংস্কৃত ভাষা নিয়ে বলতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ‘‘ভারতবর্ষের চিরাচরিত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল গুরুকুলকে কেন্দ্র করে। তাই এই সমস্ত গুরুকুল গুলিকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে সরকার।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।