img

Follow us on

Thursday, Nov 21, 2024

Yogi Adityanath: অযোধ্যায় দীপোৎসব! ‘‘আগামী দিনে কাশী এবং মথুরাতেও এমনটাই হবে’’, বললেন যোগী

Ayodhya Deepotsav: গিনেস বুকে জোড়া রেকর্ড গড়ল অযোধ্যার দীপোৎসব! জানেন কী কী?

img

২০৪৭ সালের মধ্যে কাশী ও মথুরাতেও একইভাবে প্রদীপ প্রজ্জ্বলিত হবে, অযোধ্যায় বললেন যোগী (ফাইল ছবি)

  2024-10-31 09:23:06

মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৫০০ বছর পরে রাম ঘরে ফেরা, চলতি বছরের ২২ জানুয়ারি। তার পরে রামমন্দির উদ্বোধনের পরে অযোধ্যায় প্রথম দীপোৎসব পালন করল যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। অযোধ্যায় দীপোৎসবে (Ayodhya Deepotsav) যোগ দিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ‘‘আগামী দিনে কাশী এবং মথুরাতেও এমনটাই হবে’’!

কী বললেন যোগী আদিত্যনাথ

বুধবার অযোধ্যার দীপোৎসবে যোগী (Yogi Adityanath) বলেন, ‘‘আজ ৫০০ বছর বাদে রামলালা নিজের বাড়িতে দীপাবলি পালন করছেন। তবে এটি সূচনা মাত্র। আজ যে ভাবে গোটা বিশ্বের নজর কেড়ে অযোধ্যা দীপোৎসবে সামিল হয়েছে, আগামী দিনে এ ভাবেই কাশী এবং মথুরাতেও উৎসব হবে।’’ ২০৪৭-এ স্বাধীনতার শতবর্ষের আগেই সেই কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘অযোধ্যায় তো কেবল শুরু হয়েছে। ২০৪৭ সালের মধ্যে কাশী ও মথুরাতেও একইভাবে প্রদীপ প্রজ্জ্বলিত হবে।’’ ডবল ইঞ্জিন সরকার নিশ্চিতভাবেই  এই কাজ করতে সক্ষম হবে বলেও জানান যোগী আদিত্যনাথ।

গিনেস বুকে জোড়া রেকর্ড

প্রসঙ্গত, গতবছরই অযোধ্যায় (Ayodhya Deepotsav) ২১ লাখ প্রদীপ একসঙ্গে জ্বালানো হয়েছিল। চলতি বছরের দীপোৎসবে গিনেস বুকে নামও তুলে ফেলল যোগী (Yogi Adityanath) সরকার। এ বার একসঙ্গে ২৫ লাখ ১২ হাজার ৫৮৫টি প্রদীপ জ্বালানো হয় দীপোৎসবে। তা ছাড়া, সরযূর তীরে প্রদীপ প্রজ্জ্বলনকারী জনগণের সংখ্যাও অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে। জানা গিয়েছে, বুধবার সরযূ নদীর তীরে একসঙ্গে ১১০০ জন আরতি করেন। এখানই অংশ নেন মালয়েশিয়া, কাম্বোডিয়া, নেপাল, ইন্দোনেশিয়া, মায়ানমার, তাইল্যান্ডের শিল্পীরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Voice Of Sikkim (@thevoiceofsikkim)

দীপোৎসব রামের শ্বশুরবাড়ির দেশেও

বুধবার দীপোৎসব নিয়ে সমানভাবে উৎসাহী ছিলে জনকপুরের বাসিন্দারাও। দীপোৎসবের কারণে শহরের রাস্তাগুলি আলোকিত করে রাখা হয়েছে। জনকপুরের বাসিন্দা অমর নাথ গুপ্ত বলেন, “অযোধ্যা এবং জনকপুরে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আমরা দীপাবলি উদযাপন করছি। জনকপুর হল ভগবান রামের শ্বশুরালয়। জনকপুরধামের মানুষদের মধ্যে এবার দীপাবলি নিয়ে প্রবল উচ্ছ্বাস রয়েছে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে (Deepotsav) রাখতে আমরা বিভিন্ন স্থানে রং করার কাজ, নির্মাণ করার কাজ সম্পন্ন করেছি। দীপাবলির দিনে পুরো শহরকে আলোয় ভরিয়ে তোলার পরিকল্পনাও করা হয়েছে। এবারের দীপাবলি সত্যিই এমন কিছু হবে যা সারা জীবনের জন্য মনে থাকবে।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Yogi Adityanath

bangla news

Bengali news

Ayodhya Deepotsav

Kashi Mathura


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর