img

Follow us on

Thursday, Jan 16, 2025

Varanasi Airport: বোমা মেরে বারাণসী বিমানবন্দরের মানচিত্র বদলে দেওয়ার হুমকি! গ্রেফতার যুবক  

বোমা মেরে বারাণসী বিমানবন্দরকে উড়িয়ে দেওয়ার হুমকিতে তীব্র চাঞ্চাল্য

img

বারাণসী বিমানবন্দর। সংগৃহীত চিত্র।

  2023-09-10 16:48:46

মাধ্যম নিউজ ডেস্ক: বারাণসী বিমানবন্দরকে (Varanasi Airport) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এক যুবক। খবর জানতেই ভাদোহী থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। এই ঘটনা জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে বারাণসী বিমানবন্দরে। পরিবারের দাবি, ধৃত যুবক মানসিক ভাবে অসুস্থ, তার রীতিমতো চিকিৎসা চলছে। যুবক কি সত্যই মানসিক রোগী? নাকি এর পিছনে রয়েছে কোনও নাশকতামূলক চক্রান্ত! এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ঘটনা কী ঘটেছে (Varanasi Airport)?

পুলিশ সূত্রে খবর, আশোক প্রজাপতি নামক এক যুবক, শুক্রবার ফোন করে বারাণসী বিমানবন্দরকে বোমা মেরে ধ্বংস করে দেওয়ার হুমকি দেয়। ২৫ বছর বয়সের এই যুবক বিমানবন্দরে ফোন করে হুমকি দিয়ে বলে বিমানবন্দরের মানচিত্র বদলে দেবো। আর এই সংবাদ পৌঁছাতেই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায় বিমানবন্দর (Varanasi Airport) এলাকা জুড়ে। 

তদন্তে পুলিশ

হুমকির খবর পেয়ে বিমানবন্দর (Varanasi Airport) কর্তৃপক্ষ প্রথমে স্থানীয় থানায় অভিযোগ জানায়। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। যে হুমকির ফোনটি এসেছিল, তা কোথা থেকে এসেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। আশেপাশের থানায় পুলিশ খোঁজখবর করে। এরপর বেশ কিছু সময় পরে, ভাদোহীর ফুলপুর থানা থেকে অভিযুক্ত যুবক আশোককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তার বিরুদ্ধে ৫০৩ ধারায় মামালা দায়ের করেছে বলে জানা গেছে। ধৃত যুবক এখন পুলিশের কাছে।

অভিযুক্ত যুবকের পরিবারের বক্তব্য

অভিযুক্ত যুবকের পরিবারের পক্ষ থেকে বলা হয়, আশোকের মানসিক সমস্যা রয়েছে, বেশ কিছুদিন ধরে ওর চিকিৎসা চলছে। পরিবার থেকে আরও বলা হয় মানসিক রোগের জন্য হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন সময়ে সে পালিয়ে আসে। তারপর থেকে ঘরের মধ্যেই রাখা হয়েছে তাকে। পরিবারের বক্তব্যকেও মাথায় রেখে পুলিশ ঘটনার (Varanasi Airport) তদন্ত করছে বলে জানা গেছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Varanasi Airport


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর