Indian Army SSC Tech Recruitment: ১৯১টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় সেনার শর্ট সার্ভিস কমিশন

আবেদনের প্রক্রিয়াটি শুরু হয়েছে ২৬ জুলাই বিকেল ৩টেয়। চলবে ২৪ অগাস্ট বিকেল ৩টে অবধি।
Indian_Army_
Indian_Army_

মাধ্যম নিউজ ডেস্ক: টেকনিক্যাল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (Indian Army SSC Tech Recruitment 2022) জারি করল ভারতীয় সেনার শর্ট সার্ভিস কমিশন ( Indian Army Short Service Commission)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদনের প্রক্রিয়া। অবিবাহিত পুরুষ এবং মহিলা প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। joinindianarmy.nic.in - এই ওয়েবসাইটে করা যাবে আবেদন। মোট শূন্য পদের সংখ্যা ১৯১। এর মধ্যে ১৭৫টি পদে পুরুষদের জন্য এবং ১৪টি পদে মহিলাদের জন্য রাখা হয়েছে।  বাকি ২টি পদে মৃত সেনা কর্মীদের স্ত্রীরা আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়াটি শুরু হয়েছে ২৬ জুলাই বিকেল ৩টেয়। চলবে ২৪ অগাস্ট বিকেল ৩টে অবধি।  

আরও পড়ুন: ৭৬৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি আইবির, জানুন বিস্তারিত 

এক নজরে জেনে নিন এই বিষয়ে কিছু তথ্য: 

পদের নাম: এসএসসি টেকনিক্যাল 

শূন্য পদের সংখ্যা: ১৯১

আবেদন শুরু হয়েছে: ২৬ জুলাই, বিকেল ৩টে

আবেদনের শেষ দিন: ২৪ অগাস্ট, বিকেল ৩টে

আরও পড়ুন: অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ডিআরডিও, জানুন বিস্তারিত

বয়স সীমা: এই পদে আবেদনের জন্যে প্রার্থীর জন্মের তারিখ ২ এপ্রিল, ১৯৯৬ থেকে ১ এপ্রিল, ২০০৩ -এই সময়ের মধ্যে হতে হবে। অর্থাৎ সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ২৭ বছর। 

শুধুমাত্র মৃত সেনা কর্মীর স্ত্রীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর। 

আরও পড়ুন: সিবিআইয়ে নিয়োগ, পদ সংখ্যা চার, পারিশ্রমিক ৪০ হাজার 

যোগ্যতা: এই পদে আবেদনের জন্যে অবশ্যই প্রার্থীর বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। 

কী করে আবেদন করবেন? 

প্রথমে joinindianarmy.nic.in - এই ওয়েবসাইটটিতে যান। 

সেখানে “Officer Entry Apply/Login” -এই লিঙ্কটিতে যান।

আরও পড়ুন: কর্মী নিয়োগ করবে বিদেশমন্ত্রক, জানুন বিস্তারিত

তারপর “Registration” - এ ক্লিক করুন।

এরপরে  “Apply Online” - এ ক্লিক করুন। 

আবেদনপত্রটি ফিলআপ করুন এবং সাবমিট করুন।

ভবিষ্যতের জন্যে প্রিন্টআউট বের করে রাখুন। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles