মাধ্যম নিউজ ডেস্ক: তিন বছর পর ভারতীয় ফুটবলে (Indian Football) ফিরছে সুপার কাপ। ভারতীয় ফুটবল ফেডারেশন কেরলে টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা নিয়েছে। ম্যাচগুলি হতে পারে জওহরলাল স্টেডিয়াম ও মাঞ্জেরিতে। পায়ান্দ স্টেডিয়াম হল মাঞ্জেরিতে। এখানে সন্তোষ ট্রফির ম্যাচ ঘিরে দারুন উৎসাহ দেখা গিয়েছিল। সেই কারণেই ফেডারেশন হয়তো মাঞ্জেরিতেও সুপার কাপের ম্যাচ করতে চাইছে।
Scenes at the 30,000-seater Payyanad Stadium in Manjeri, almost four hours before the start of the #SantoshTrophy final between Kerala and West Bengal.😯
— The Bridge (@the_bridge_in) May 2, 2022
Unmatched passion for the beautiful game!♥️
(📹: AIFF)#Football ⚽️| #SantoshTrophy2022 pic.twitter.com/Rh2hjIeqLP
কেন সুপার কাপ
এখনও পর্যন্ত সরকারিভাবে সুপার কাপের ফিক্সচার ঘোষণা না হলেও খুব সম্ভবত টুর্নামেন্ট শুরু হবে ১ এপ্রিল। ভারতীয় ফুটবলে (Indian Football) সুপার কাপ হল নক-আউট টুর্নামেন্ট। যেখানে আই লিগ এবং আই এসলের সেরা ৬টি করে দল সরাসরি রাউন্ড অব সিক্সটিনে খেলার সুযোগ পাবে। বাছাই পর্বের খেলাগুলিও হবে নক আউট ভিত্তিতে। তবে এখানে লড়াই হবে দুই লিগের নিচের দিকের দলগুলির মধ্যে। তবে ফরম্যাট যদি বদলে যায় তাহলে বাছাই পর্বের খেলা অন্য নিয়মে হতেও পারে।
আরও পড়ুন: ম্যাচের নায়ক শিবম মাভি! প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারাল ভারত
প্রথম সুপার কাপ জিতেছিল বেঙ্গালুরু এফসি। এফ সি গোয়াও সফল দল। এবছর সুপার কাপ আয়োজনের অন্য কারণও রয়েছে। এএফসি কাপে খেলতে হলে ভারতীয় ক্লাবগুলিকে কমপক্ষে ২৭টি করে ম্যাচ খেলতে হবে। কিন্তু লিগের ম্যাচ সেই কোটা পূরণ করতে পারছে না। এমনকী ডুরান্ড কাপ খেলেও কম পড়ছে। তাই সুপার কাপ এবার আয়োজন না করলে ভারতীয় ক্লাবগুলো এশিয়ার কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours