India Women vs England Women: বাংলার দীপ্তির দাপটে ধরাশায়ী ইংল্যান্ড, বড় রানের লিড ভারতের

৭ রান দিয়ে ৫ উইকেট নিলেন দীপ্তি, দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের থেকে ৪৭৮ রানে এগিয়ে ভারত
GBYJPfabMAANIS0
GBYJPfabMAANIS0

মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ের মাঠে দাপট দেখালেন বাংলার দীপ্তি। ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে ৫ উইকেট নিলেন দীপ্তি শর্মা। দীপ্তির স্পিনের ভেলকিতে দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত। দীপ্তির দাপটে প্রথম ইনিংসে ২৯২ রানে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। আপাতত ম্যাচে চালকের আসনে ভারত (India Women vs England Women)। যা পরিস্থিতি তাতে কোনও অঘটন না ঘটলে তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে।

দুরন্ত দীপ্তি

প্রথম দিন ব্যাট করতে নেমে ৪০০ রান পার করেছিল ভারত। দ্বিতীয় দিনের শুরুতে তার সঙ্গে খুব বেশি রান যোগ হয়নি। ব্যাট হাতেও রান পেয়েছেন দীপ্তি। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৬৭ রান করেন তিনি। প্রথম ইনিংসে ৪২৮ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। একমাত্র ন্যাট শিভার-ব্রান্ট ছাড়া কেউ রান পাননি। ট্যামি বিউমন্ট, সোফিয়া ডাঙ্কলি, হেদার নাইটের মতো অভিজ্ঞ ব্যাটারেরা সুবিধা করতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে সবার শেষে বল করতে যান দীপ্তি। তারপরই চমক। ইংল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডারকে সাজঘরে ফেরান তিনি। ৫.৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নেন তিনি। দীপ্তির দাপটে ৩৫.৩ ওভারে ১৩৬ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এই পারফরম্যান্সের ফলে মহিলাদের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের সেরা বোলিং পরিসংখ্যানে জায়গা করে নিলেন দীপ্তি শর্মা।

ভারতের রেকর্ড

টেস্টের ইতিহাসে চতুর্থ ইনিংসে এর আগে সর্বোচ্চ লক্ষ্য ছিল ৪১০ রান। ১৯৯৮ সালে পাকিস্তানকে সেই লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে রয়েছে ৪৭৮ রানে। অর্থাৎ, চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে লক্ষ্য যাই হোক না কেন সেটা হবে মহিলাদের টেস্টের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ১৮৬। হরমনপ্রীত ৪৪ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের দুই স্পিনার ভারতের ৬টি উইকেট নেন।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles