img

Follow us on

Sunday, Jan 19, 2025

Indonesia Football Match Stampede: ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে ধুন্ধুমার কাণ্ড! পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ১৭৪

পূর্ব ইন্দোনেশিয়ার কাঞ্জুরুহান স্টেডিয়ামের একটি ম্যাচ ঘিরে এই ভয়াবহ ঘটনা ঘটে।

img

Indonesia Football Match Stampede

  2022-10-02 13:39:31

মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল ম্যাচ (Football Match) নিয়ে ধুন্ধুমার কাণ্ড! এই ম্যাচকে ঘিরেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। ঘটনাটি ইন্দোনেশিয়ার (Indonesia)। জানা গিয়েছে, শনিবার রাতে জাভা প্রদেশের মালাং শহরের কাঞ্জুরুহান স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার শীর্ষ লিগ বিআরআই লিগা ওয়ানের (BRI Liga 1) একটি ফুটবল ম্যাচ চলাকালীন রীতিমতো দাঙ্গা বেঁধে যায়। শুধু তাই নয়, এই দাঙ্গার ফলে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন কমপক্ষে ১৭৪ জন, আহত হয়েছে ১৮০-এর বেশি। প্রথমে মৃতের সংখ্যা ছিল প্রায় ১২৭, কিন্তু তা বেড়ে হয়েছে ১৭৪। এই সংখ্যা আরও বাড়তে বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে পুলিশ ও শিশু রয়েছে।

কিন্তু কী এমন ঘটেছিল, যার জন্য এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল? সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আরেমা ও পার্সিবায়া সুরাবায়ার (Arema FC and Persebaya Surabaya) ফুটবল ম্যাচে। এই ম্যাচে হেরে যায় আরেমা। আর হারের পরই ক্ষিপ্ত সমর্থকরা মাঠে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখনই ঝামেলা শুরু হয়। পার্সিবায়ার ফুটবলাররা বিপদ বুঝে মাঠ ছেড়ে অন্য জায়গায় চলে যায়। কিন্তু আরেমার বেশ কয়েক জন ফুটবলার মাঠ ছাড়তে পারেননি। ফলে তাঁদের উপরেও হামলা হয়। এরপরেই পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ার পরেই আরও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

অন্যদিকে ইন্দোনেশিয়া পুলিশ জানিয়েছে, আরেমা ম্যাচে হারার পরই গ্যালারি থেকে সমর্থকরা ঝামেলা শুরু করে দেয়। মুহূর্তে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় এই ম্যাচ ঘিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাস ছুঁড়তে হয়। এতে বহু দর্শক আতঙ্কে স্টেডিয়াম ছাড়ার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়। আর এর ফলেই পদপিষ্ট হয়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে বহু মানুষের মৃত্যু হয় ও এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ইতিমধ্যেই এই হিংসার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়া সরকার। আপাতত আগামী এক সপ্তাহ ইন্দোনেশিয়া ফুটবল লিগ বন্ধ থাকবে বলেই খবর।

Tags:

Arema FC

Persebaya Surabaya

Indonesia Football Match Stampede