img

Follow us on

Saturday, Jan 18, 2025

Hindu Temple Attacked in UK: ইংল্যান্ডে ফের হিন্দু মন্দিরে হামলা! এবার স্মেথউইকে মন্দিরের সামনে উঠল 'আল্লাহু আকবর' ধ্বনি

মন্দিরের সামনে প্রায় ২০০ ভিনধর্মীদের জমায়েত। ভাইরাল ভিডিও

img

চলছে টহলদারি।

  2022-09-21 17:33:43

মাধ্যম নিউজ ডেস্ক: লেস্টারে (Leicester) পর এবার স্মেথউইক। ইংল্যান্ডে বারবার ভাঙচুর করা হচ্ছে হিন্দু-মন্দির। মঙ্গলবার ইংল্যান্ডের স্মেথউইক (Smethwick) শহরে একটি দুর্গা মন্দিরের সামনে সমবেত হয় আনুমানিক ২০০ জন মুসলিম। হিন্দু মন্দিরের সামনে “আল্লাহু-আকবর” ধ্বনি তুলে প্রতিবাদ জানান তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভিডিওয় দেখা যাচ্ছে, স্মেথউইকের স্পন লেনে অবস্থিত দুর্গা ভবন হিন্দু মন্দিরের সামনে “আল্লাহু-আকবর” ধ্বনি তুলে প্রতিবাদে সামিল হয়েছেন কয়েকশো মুসলিম। দুবাইয়ে ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচের পর থেকেই ইংল্যান্ডের একাধিক শহরে হিন্দু-মুসলিম বিবাদের সূত্রপাত ঘটেছে। লেস্টারে একটি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়। মন্দিরের গেরুয়া পতাকা ছিঁড়ে ফেলা হয়।

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারতীয় হাইকমিশন (Indian High Commission)।  ক্রিকেট ম্যাচ ঘিরে এরকম উত্তেজনা আগে খুব কমই দেখেছে ইংল্যান্ড।  ভারত হোক বা পাকিস্তান, হিন্দু হোক অথবা মুসলিম, ক্রিকেট ম্যাচ প্রত্যেকের কাছেই আবেগের। কিন্তু ময়দানের হার-জিত নিয়ে দাঙ্গা, আক্রমণ, প্রতিবাদ (Protest) হওয়ায় চিন্তায় পড়েছে ব্রিটিশ প্রশাসন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সদা সক্রিয় রয়েছে প্রশাসন।

আরও পড়ুন: ইংল্যান্ডে হিন্দু মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের

প্রশাসনের তরফে জানানো হয়েছে, মন্দির ভাঙচুর ও সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর দায়ে এখনও পর্যন্ত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। হিন্দু এবং মুসলিম নেতারা একত্রিত হয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার মুচলেখায় স্বাক্ষরও করেছেন। দুই সম্প্রদায়ের তরফেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলা হয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Hindu Temple Attacked in UK

Hindu temple in England’s Smethwick

'Allahu Akbar' chants heared


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর