img

Follow us on

Sunday, Jan 19, 2025

Shinzo Abe: সূর্যোদয়ের দেশে শূন্যতা! শিনজোকে হত্যা কেন? জানুন কী বলল আততায়ী

জাতীয় শোক পালন ভারতে। এদিন দেশের সমস্ত অফিস ও সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাতিল করা হয় বিভিন্ন সরকারি অনুষ্ঠান।

img

শিনজো আবে।

  2022-07-09 16:46:17

মাধ্যম নিউজ ডেস্ক: শান্ত জাপান শুক্রবার হয়ে উঠেছিল অশান্ত। নির্বাচনী প্রচারে গিয়ে নারা শহরে আততায়ীর গুলিতে প্রাণ হারান  জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। গুলি করার পরই এলাকা থেকে ছুটে পালানোর চেষ্টা করছিল তেতসুয়া ইয়াগমি। তবে পুলিশ তাকে ধরে ফেলে। জাপান পুলিশের তরফে জানানো হয়েছে, ৯০ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যাঁরা এই ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুন: খুনের লক্ষ্যেই বন্দুক বানানো! অকপট স্বীকারোক্তি আবের আততায়ীর

বাড়িতে তৈরি শটগান দিয়ে এই হত্যাকাণ্ড চালানো তেতসুয়া পুলিশি জেরার মুখে জানিয়েছে, সে শিনজো আবেকে হত্যা করেছে তবে, হামলা করতে চেয়েছিল অন্য একজনকে। যে ব্যক্তি তেতসুয়ার নিশানায় ছিলেন তিনি একজন ধর্মগুরু। তিনি তেতসুয়ার মায়ের সঙ্গে প্রতারণা করেন বলে অভিযোগ তেতসুয়ার। সেই ধর্মগুরুকে হত্যা করতে চেয়ে শিনজো আবের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেতসুয়া। প্রয়াত শিনজো আবে ওই ধর্মগুরু ও তাঁর সংগঠনকে আরও প্রচারে নিয়ে আসেন তাঁর শাসনকালে। এমনই অভিযোগ তেতসুয়ার। আর সেই রাগ থেকেই সে শিনজোর ওপর গুলি চালায় সে। জাপানের নারা শহরে তেতসুয়ার বাড়িতে হানা দিয়ে পুলিশ বহু অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করেছে।

উল্লেখ্য, জাপানে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন আবে। এক সময়ে জাপানি অর্থনীতিকে মন্দা থেকে টেনে তোলার জন্য বিশ্বে জনপ্রিয় হয়েছিল তাঁর— ‘আবেনমিক্স’। অথচ, তাঁকে ঘোর অপছন্দ বলেই হত্যা করেছে আততায়ী! শারীরিক অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী পদ থেকে ২০২০ সালে সরে দাঁড়ান শিনজো। তবে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। প্রিয় নেতার শোকে মুহ্যমান জাপান। ‘সূর্যোদয়ের দেশে’ শনিবার ছিল বিষণ্ণতার ছাপ। শোকের ছায়া ভারতেও। প্রিয় বন্ধুকে হারিয়ে গভীরভাবে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারই জাতীয় শোক ঘোষণা করে নয়াদিল্লি জানিয়ে দেয়, শনিবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। দেশজুড়ে পালিত হবে রাষ্ট্রীয় শোক। সেই মতোই এদিন দেশের সমস্ত অফিস ও সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাতিল করা হয় বিভিন্ন সরকারি অনুষ্ঠান।

Tags:

Shinzo Abe

Japans Former Prime Minister

Shinzo Abe shooting

about the attacker