img

Follow us on

Sunday, Jan 19, 2025

Ajit Doval: আমেরিকা পৌঁছলেন অজিত ডোভাল, কী নিয়ে বৈঠক করতে জানেন?

আমেরিকার তরফে হাজির থাকবেন...

img

ফাইল ছবি।

  2023-01-31 12:19:25

মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা (US) পৌঁছলেন ভারতের (India) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভাল (Ajit Doval)। সোমবার সকালে তিনি ওয়াশিংটনে পৌঁছেছেন। জানা গিয়েছে, ইনিশিয়েটিভ ফর ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিজ নিয়ে আলোচনা হবে দু পক্ষের মধ্যে। প্রসঙ্গত, ওয়াশিংটনের সঙ্গে দোভালের এ নিয়ে এটাই হতে চলেছে প্রথম বৈঠক। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ওই বৈঠক হবে। ভারতের তরফে যেমন উপস্থিত থাকবেন ডোভাল, তেমনি আমেরিকার তরফে হাজির থাকবেন জ্যক সুলিভান। বৈঠক হবে হোয়াইট হাউসে।

মাইলস্টোন...

ভারত মার্কিন নানা আলোচনা নিয়ে যাঁরা খবরাখবর রাখেন সেরকমই এক আধিকারিক বলেন, ভারত মার্কিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পরবর্তী সব চেয়ে বড় মাইলস্টোন হল ইনিশিয়েটিভ ফর ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিজ। দোভালের (Ajit Doval) সঙ্গে এই আলোচনার পর ফের হবে পরবর্তী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। সেই আলোচনায় উঠে আসবে ভারতের স্বার্থের নানা বিষয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গিয়েছে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। পাঁচজনের ওই প্রতিনিধি দলে রয়েছেন ভারতের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার, ইসরোর চেয়ারম্যান, প্রতিরক্ষা মন্ত্রীর সায়েন্টিফিক অ্যাডভাইজার, টেলি কমিউনিকেশন দফতরের সেক্রেটারি এবং ডিআরডিওর ডিজি। ইন্ডাস্ট্রিয়াল ডেলিগেশনের একটি দলও গিয়েছে আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে।

আরও পড়ুুন: ভারত-চিন যুদ্ধের প্রসঙ্গ তুলে রাহুলকে একহাত নিলেন জয়শঙ্কর, কী বললেন বিদেশমন্ত্রী?

জানা গিয়েছে, গত বছর জাপানের টোকিওতে হয় কোয়াড সম্মেলন। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পার্শ্ব বৈঠক হয়। সেখানেই ইনিশিয়েটিভ ফর ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিজ নিয়ে দুপক্ষে প্রাথমিক কথাবার্তাও হয়। তার জেরেই হচ্ছে এবারের বৈঠক। হোয়াইট হাউসের ওই বৈঠকে ওয়াশিংটন এবং নয়াদিল্লির আলোচনার মূল কেন্দ্রে থাকবে স্ট্র্যাটেজিক, কমার্সিয়াল এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ। বিশেষ জোর দেওয়া হবে প্রযুক্তির ক্ষেত্রে। এক আধিকারিক জানান,  ইনিশিয়েটিভ ফর ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিজের মাধ্যমে ভারত একটা বার্তা পাঠাতে পারে। ভারত যে আমেরিকার বিশ্বস্ত একটি পার্টনার, সেই বার্তাও পৌঁছে দেওয়া হবে। ভারত এবং আমেরিকা দুই গণতান্ত্রিক দেশ কীভাবে আরও মজবুত সম্পর্ক গড়ে তুলতে পারে, তা নিয়েও আলোচনা হতে পারে। বিশেষজ্ঞদের আশা, ভারত এবং আমেরিকা সহযোগিতার ক্ষেত্রগুলি চিহ্নিত করতে সক্ষম হবে এই বৈঠকে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 

           

Tags:

India

PM Modi

nsa

ajit doval

America

Bengali news