img

Follow us on

Friday, Nov 22, 2024

Amazon Job: ট্যুইটার-মেটার পর এবারে কর্মী ছাঁটাই অ্যামাজনেও! কাজ হারাতে পারেন কত জন কর্মী?

Amazon Job: এটি এই সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় গণছাঁটাই হতে চলেছে।

img

Amazon Job

  2022-11-15 17:22:33

মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটার, ফেসবুকের গণছাঁটাইয়ের পর এবারে অ্যামাজনেও হবে কর্মী ছাঁটাই (Amazon Job)। এমনটাই খবরে উঠে এসেছে, ইলন মাস্ক ও মার্ক জুকারবার্গের দেখানো পথেই হাঁটতে চলেছেন অ্যামজনের মালিক জেফ বেজোসও । সূত্রের খবর অনুযায়ী, অ্যামাজন লোকসানে চলছে, আর তার ফলেই এমন পদক্ষেপ নিতে চলেছে। প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে এই সংস্থা। আর এই সপ্তাহ থেকেই শুরু হবে ছাঁটাই।

ইলন মাস্ক ট্যুইটার অধিগ্রহণ করলে কর্মী ছাঁটাই করবেন এই খবর আগের থেকেই শোনা গিয়েছিল। কিন্তু অ্যামাজনের কর্মী ছাঁটাইয়ের খবর আচমকা উঠে আসায় টেক মহলে ফের আশঙ্কার সৃষ্টি হয়েছে (Amazon Job)। আরও জানা গিয়েছে, যদি অনুমান মত অ্যামাজনে ১০ হাজার কর্মীই ছাঁটাই করা হয়, তবে এটি এই সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় গণছাঁটাই হতে চলেছে। বিশ্বজুড়ে এই সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ। ফলে এই পরিমাণ ছাঁটাইয়ে ১৬ লক্ষ কর্মীর মাত্র ১ শতাংশই ছাঁটাই করার পরিকল্পনা করছে অ্যামাজন।

কর্মী ছাঁটাইয়ের পিছনে কারণ কী?

কয়েকদিন আগেই অ্যামাজনের তরফে জানানো হয়েছিল যে, চলতি বছরে উৎসবের মরশুমে (বড়দিন এবং নববর্ষ) সংস্থার ব্যবসার পরিমাণ আগের তুলনায় হ্রাস পাবে (Amazon Job)। যেখানেই এই সময়কালেই সংস্থার সবথেকে বেশি আয় হত আগের বছরগুলিতে। কিন্তু এবছর তার উল্টো হতে চলেছে। আর এই পরিস্থিতিতে সংস্থার আয় কমার সতর্কবার্তার পরই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অ্যামাজন। অ্যামাজনের থেকে আরও জানানো হয়েছে, আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। গ্রাহকদের কাছে খরচ করার মত টাকাও নেই। উল্লেখ্য, এই বছরে অ্যামাজনের শেয়ারের মূল্য এ পর্যন্ত প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। এরপর অ্যামাজনের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্যিক মন্দার ফলেই অ্যামাজনে কর্মী ছাঁটাই করা হচ্ছে।

কোন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে অনুমান করা হয়েছে?

জানা গিয়েছে, বেশিরভাগই ই-কমার্স সংস্থার ডিভাইস ইউনিটের কর্মীদের ছাঁটাই করা হবে (Amazon Job)। এই ইউনিটেরই ‘প্রোডাক্ট’ ভয়েস অ্যাসিস্টেন্ট অ্যালেক্সা। এছাড়া সংস্থার রিটেল বিভাগ এবং হিউম্যান রিসোর্স বিভাগেও কর্মী ছাঁটাই করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, আগের সপ্তাহে ট্যুইটার প্রায় ৫০ শতাংশ ও মেটা প্রায় ১১০০০ হাজার কর্মী ছাঁটাই করেছে। অর্থাৎ ১৩ শতাংশ কর্মী সরানো হয়েছে ফেসবুক থেকে। তবে অ্যামাজন সেই পরিমাণ ছাঁটাই না করলেও একটি বড় অংশ বাদ যাবে, সূত্রের খবর।

Tags:

Jeff Bezos

Amazon Job

Amazon Lay-off

Amazon plans to layoffs


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর