বন্দুকবাজদের গুলিতে পাকিস্তানে খুন লস্কর কমান্ডার...
নিহত জঙ্গি আক্রম খান (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলার মুখে পাকিস্তানের আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গি নেতাদের মৃত্যু হয়েই চলেছে। এবার পাকিস্তানের (Terrorist Killed In Pakistan) প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করা হল লস্কর-ই-তৈবার প্রাক্তন কমান্ডার আক্রম খানকে। জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় আক্রমকে খুন করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, চলতি বছরে এখনও পর্যন্ত পাক মাটিতেই সাতজন জঙ্গি নিহত হয়েছে। তাদের বেশিরভাগ জনই লস্কর-ই-তৈবার কমান্ডার। ৭ জঙ্গি খুন হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। ভারত বিরোধী একের পর এক জঙ্গিকে কারা নিকেশ করছে, তা এখনও অজানা।
উগ্র ভারত বিরোধী বক্তব্য রাখার জন্য বিশেষ কুখ্যাতি ছিল আক্রমের। এর পাশাপাশি ভারতবর্ষে সন্ত্রাসী হামলা, নাশকতা সহ একাধিক কাজে লিপ্ত ছিল সে। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত লস্কর-ই-তৈবার জঙ্গি নিয়োগ শাখার প্রধান ছিলেন ছিল আক্রম। জম্মু-কাশ্মীর প্রদেশের বহু তরুণকে মগজধোলাই করে তাদেরকে সন্ত্রাসবাদী কার্যকলাপে (Terrorist Killed In Pakistan) নিয়ে আসার অভিযোগও উঠেছিল আক্রমের বিরুদ্ধে। পাকিস্তানের একটি সূত্র দাবি করছে যে আক্রম খানকে যে খুন করেছে অজ্ঞাত পরিচয়রা এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।
আরও পড়ুন: রোহিঙ্গা পাচার কাণ্ডে ১০ রাজ্যে এনআইএ অভিযান! গ্রেফতার ৪৪, বাংলা থেকে ধৃত ৩
চলতি বছরের অক্টোবর মাসে পাঠানকোট হামলার অন্যতম মূল ষড়যন্ত্রী লতিফকে গুলি করে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা। তার আগে সেপ্টেম্বর মাসেও রাওয়ালকোটে লস্কর কমান্ডার রিয়াজ আহমেদকে হত্যা করা হয়। এরপর নভেম্বরে পাকিস্তানে (Terrorist Killed In Pakistan) হত্যা করা হল লস্কর কমান্ডারকে। গত রবিবারও খোয়াজা সইদ নামের জঙ্গিকে অজ্ঞাতপরিচয় লোকেরা অপহরণ করে। পরবর্তীকালে পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর সীমান্তে তার গলাকাটা দেহ উদ্ধার করা হয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।