বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন লেখক এমনটাই জানা গিয়েছে।
সালমান রুশদি
মাধ্যম নিউজ ডেস্ক: এখনও আশঙ্কা কাটেনি সলমন রুশদির (Salman Rushdie)। শুক্রবার নিউইয়র্কের একটি অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই ছুরিবিদ্ধ হন ৭৫ বছর বয়সী এই বিখ্যাত লেখক। মুহূর্তের মধ্যে তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই অস্ত্রোপচার হয়। বর্তমানে ভেন্টিলেশনে (Ventilation) রয়েছেন লেখক, এমনটাই জানা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, সুস্থ হয়ে গেলেও একটি চোখ হারাতে পারেন এই বুকারজয়ী সাহিত্যিক। এছাড়া তার হাতের স্নায়ু এবং যকৃৎ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।হামলাকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে এখন।
আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’ হবে না, নির্দেশ জারি করল কর্তৃপক্ষ
শুক্রবার, ১২ অগাস্ট নিউইয়র্কের (New York) শতকা ইনস্টিটিউশনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে মঞ্চে উঠেছিলেন সলমন রুশদি। পরিচয় পর্ব শুরু হতেই, আচমকাই ছুরি নিয়ে তেড়ে আসেন এক ব্যক্তি। সোজা রুশদির ওপর ঝাঁপিয়ে পড়েন, এলোপাথাড়ি ১০-১২ বার ছুরির (Stab) কোপ মারেন লেখককে। মঞ্চেই লুটিয়ে পড়েন লেখক। সঙ্গে সঙ্গে ছুটে আসেন অনুষ্ঠানের আয়োজক ও প্যারামেডিকরা। প্রাথমিক চিকিৎসার পরই তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, ঘাড়ে ও পেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে রুশদির। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক ঘণ্টা দীর্ঘ অস্ত্রপোচার করা হয়। কথা বলার ক্ষমতা হারিয়েছেন লেখক। সুস্থ হলেও হারাতে পারেন একটি চোখ। তাঁর বইয়ের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি বলেন, “খবর খুব একটা ভাল নয়। সলমন হয়তো একটি চোখ খোয়াতে পারেন। তাঁর হাতের স্নায়ুও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যকৃতেও ছুরির আঘাত লাগায়, তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
আরও পড়ুন: এক এক করে আপনাদের হাতও ছাড়বেন মমতা, কার উদ্দেশ্যে বললেন মালব্য?
অনুষ্ঠানের স্থান থেকেই হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেন আয়োজকরা। জানা গিয়েছে, অভিযুক্তের নাম হাদি মাতার। বয়স ২৪ বছর। নিউজার্সির ওই বাসিন্দার কাছে রুশদির অনুষ্ঠানের পাসও পাওয়া গিয়েছে। কী কারণে সে হামলা চালাল, তা এখনও জানা যায়নি।
ভারতীয় বংশোদ্ভূত সলমন রুশদিকে বহু বছর ধরে কার্যত গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে। ১৯৮৮ সালে প্রকাশিত হয় তাঁর উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ - এর জন্যে বহুদিন ধরেই মৌলবাদীদের বিষনজরে রয়েছেন তিনি। তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করেন ইরানের তৎকালীন নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি। ওই বইয়ের কারণেই নব্বইয়ের দশকেও ইতালির মিলানে তাঁর উপর হামলা চালানো হয়। গত ২০ বছর ধরে নিউ ইয়র্কেই থাকছেন ভারতীয় বংশদ্ভুত এই লেখক। তাঁর ওপর এই হামলার তীব্র নিন্দা হয়েছে বিশ্বজুড়ে।