Yunus Government: ইউনূসের কাজে অসন্তুষ্ট বিএনপি, ক্ষমতা ধরে রাখতে ভোটে অনীহা অন্তর্বর্তী সরকারের...
অশান্ত বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় বিএনপি। ফাইল চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: পদ্মা পাড়ে অশান্তির বাতাবরণ। সাধারণ নির্বাচন ঘিরে ফের গৃহযুদ্ধের পরিস্থিতি বাংলাদেশে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে এখনও শান্তি ফেরেনি ঢাকায়। অন্তর্বর্তী সরকারের আমলে রক্ত ঝরছে ঢাকা থেকে চট্টগ্রামে। এই অবস্থায় সাধারণ নির্বাচনের দাবি উঠেছে। বাংলাদেশের আন্দোলনকারীদের একাংশের মতে দেশে সাধারণ নির্বাচন না হলে শান্তি ফিরবে না। কিন্তু ভোটে অনীহা মহম্মদ ইউনূস সরকারের। ক্ষমতা ধরে রাখতে বর্তমানে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে মতবিরোধ দেখা গিয়েছে অন্তর্বর্তী ইউনূস সরকারের।
কবে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন তাই নিয়ে ইউনূস সরকারের একেকজন কর্তাব্যক্তি একেক রকম বার্তা দিচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দেশের সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছে। তাদের কথায় যত দ্রুত সাধারণ নির্বাচন হবে ততই মঙ্গল দেশের মানুষের জন্য। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাধারণ নির্বাচনে দেরি হলে বাংলাদেশের পরিস্থিতি হবে আফগানিস্তানের মতো। বাংলাদেশ হয়ে উঠবে জঙ্গিদের মুক্তাঞ্চাল। গুরুত্ব হারাতে পারে রাজনৈতিক দলগুলি, এই আশঙ্কায় গলা চড়াচ্ছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল জানান, নির্বাচন নিয়ে আর দেরি করা ঠিক নয়। যতটুকু সংস্কার প্রয়োজন তার থেকে বেশি দরকার নেই। কিন্তু ইউনূস সরকার এই বিষয়ে এখনও রা কাড়েনি।
বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়েছে। বাড়ছে খুন, চুরি, ডাকাতি, লুটপাটের মতো ঘটনা। আমজনতার জীবন অতিষ্ট হয়ে উঠেছে। এই আবহে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে খালেদা জিয়ার দল। এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘‘নির্বাচন নিয়ে কালক্ষেপ করা যাবে না। যতটুকু সংস্কার প্রয়োজন তার বেশি দরকার নেই।’’ কার্যত অন্তর্বর্তী সরকারকে দ্রুত সরে যাওয়ার বার্তা দেন বিএনপি মহাসচিব। বিএনপি-সহ বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলি মনে করছে, আর যাই হোক, দেশ চালানোর যোগ্যতা নেই ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা মণ্ডলীর।
বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে। সম্প্রতি বাংলাদেশে বাংলাদেশি টাকার দাম, মাথা পিছু আয়, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার - সবই কমেছে। সেই সঙ্গে দ্রুত হারে বাড়ছে মুদ্রাস্ফীতি আর বেকারত্ব। তাতেই বাংলাদেশের অর্থনীতির টালমাটাল অবস্থা তৈরি হতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের।
দিনে দিনে ব্যর্থতা প্রকট হচ্ছে অন্তর্বর্তী সরকারের। মাঝে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক দলগুলিকে এই সরকারের অন্তর্ভুক্ত করে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল জামাত। সেই দাবি উড়িয়ে দিয়েছে বিএনপি। বাংলাদেশের অবস্থা চরম অস্থির। গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। যার আঁচ পাওয়া গিয়েছে ইউনূস সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের কথায়। তিনি অভিযোগ করেন, দেশের রাজনৈতিক দলগুলিই অপপ্রচারে নেমেছে যে, এই সরকার ব্যর্থ। এই আবহে লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল। দেশে ফিরে তিনি বলেন, “নির্বাচন নিয়ে কালক্ষেপ করা যাবে না। ২ বছর আগে আমরা ৩১ দফা ঘোষণাপত্রে সংস্কারের বিষয়ে সবিস্তারে বলেছি। নির্বাচনে জিতে ক্ষমতায় গিয়ে সে সব আমরাই করব। অন্তর্বর্তী সরকারের কাজ নির্বাচনটুকু করা।”
আরও পড়ুন: সংখ্যালঘুদের কারও পদোন্নতি আটকে, কাউকে কমিশনে না রেখে সমানে চলেছে দমন-পীড়ন!
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদের মন্তব্যে কার্যত বিরক্ত ফখরুল। তিনি বলেন, “এমন রাজনীতি-বিরোধী মন্তব্য তিনি যেন ভবিষ্যতে না করেন। সব দল অন্তর্বর্তী সরকারকে সার্বিক সমর্থন জানিয়েছে, কারণ এই সরকারের হাতেই দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তনের দায়িত্ব।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসলে বাংলাদেশের কট্টর মৌলবাদী শক্তি জামাতকে ভয় পাচ্ছে বিএনপি। ভারত-বিরোধিতা করলেও বিএনপি-র ভয় বাংলাদেশ যদি ক্রমে জামাতের মতো কোনও ধর্মীয়, কট্টরপন্থী, মৌলবাদী শক্তির হাতে বাংলাদেশের ক্ষমতা চলে গেলে গুরুত্ব হারাবে রাজনৈতিক দলগুলো। তাহলে শুধু আওয়ামি লিগ নয় সুদূর ভবিষ্যতে বিএনপি-র অস্তিত্বও সংকটে পড়বে। তাই শীঘ্র নির্বাচন করে দেশে গণতান্ত্রিক সরকার গঠন করতে চায় বিএনপি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।