img

Follow us on

Saturday, Jan 18, 2025

Bangladesh Crisis 6: শিক্ষাজগৎ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের, আক্রান্ত লেখক-শিল্পীরাও!

Financial Exploitation on Minority: কীভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, তা নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন-অশান্ত বাংলাদেশ: টার্গেট হিন্দু। আজ ষষ্ঠ পর্ব।

img

বাংলাদেশে শিল্পী রাহুল আনন্দের বাড়িতে হামলা। ফাইল চিত্র

  2024-12-17 19:11:15

হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই অশান্ত বাংলাদেশ। মন্দির ভাঙচুর, আগুন, মারধর, খুন-সবেতেই টার্গেট সংখ্যালঘু হিন্দু। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের কঙ্কালসার চেহারাটা এখন গোটা বিশ্বের কাছে পরিষ্কার। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর গোটা বিশ্ব জেনে গিয়েছে, কী ভয়াবহ এবং আতঙ্কের পরিবেশ সেখানে। শুধু কি সাধারণ নিরীহ হিন্দু বা হিন্দুদের মন্দির? না, বেছে বেছে কাঠগড়ায় তুলে চরম শাস্তি দেওয়া হয়েছে আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদেরও। কীভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, কীভাবে একের পর এক সরকারি অফিসার বা জনপ্রতিনিধির ওপর শাস্তির খাঁড়া নেমে আসছে, তা নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন। আজ ষষ্ঠ পর্ব।

 

অশান্ত বাংলাদেশ: টার্গেট হিন্দু-৬

মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক মাস ধরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা অনেকখানি বেড়ে গিয়েছে। চাকরি থেকে জবরদস্তি ছাঁটাই কিংবা হিন্দু-বৌদ্ধদের দোকান লুট নিত্যদিনের ঘটনা। প্রশাসন, পুলিশ থেকে তো বটেই, শিক্ষাজগত থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের। ‘আমার সোনার বাংলা’কে জাতীয় সঙ্গীত না রাখার বিপুল ব্যস্ততা দেখে ত্রস্ত বিশ্ব। ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে দেওয়া কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ির দখল নিয়ে নেওয়া, রবীন্দ্রনাথের নামাঙ্কিত প্রতিষ্ঠানের নামবদল অথবা লালন সাঁইয়ের অনুসারীদের আখড়াতেও আক্রমণ, বাংলাদেশের প্রাসঙ্গিকতা বদলের চেষ্টা চলছে প্রতিনিয়ত। মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে ভাঙা হচ্ছে চার-পাঁচশো বছরের পুরনো সব সুফি মাজার। শিল্পী রাহুল আনন্দের বাড়ির সহস্রাধিক বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও বেশ কয়েক জন গায়ক-গায়িকা। 

অপহরণ এবং আর্থিক শোষণ

চলতি বছর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে একাধিক অপহরণ এবং আর্থিক শোষণের ঘটনা ঘটেছে। ঝিনাইদাহ জেলার কচচান্দপুরে হিন্দু সংখ্যালঘুদের মালিকানাধীন দোকান লুট করা হয় এবং একাধিক অপহরণের ঘটনা ঘটে। দাবি করা হয় মুক্তিপণও। নারাইল সদর উপজেলার ৯নং ওয়ার্ডে সুজয় বসুর বাড়ি লুট করা হয়, তার পরিবারকে হুমকি দেওয়া হয় এবং তাদের নিরাপত্তার জন্য মুক্তিপণ দাবি করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের তথ্য অনুযায়ী, ৫ অগাস্ট ২০২৪ থেকে ১,০০০টিরও বেশি অপহরণের ঘটনা ঘটেছে। যার শিকার সংখ্যালঘুরা।

শিক্ষাক্ষেত্রে সংখ্যালঘুদের উপর চাপ

পদ্মাপড়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের, বিশেষত শিক্ষক এবং শিক্ষাবিদদের সরিয়ে দেওয়া হয়। এই আক্রমণের ধারা সংখ্যালঘুদের প্রতি বাড়তি শত্রুতা এবং রাজনৈতিক পরিবর্তনের কারণে তাদের ভূমিকা কমে যাওয়ার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। সংখ্যাগরিষ্ঠ কিছু ব্যক্তির চাপের ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধানরা পদত্যাগ করেন। তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক শতপ্রসাদ মজুমদার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর। সৌমিত্র শেখর, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। বেনু কুমার মেহি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর। অধ্যাপক ড. মিহিররঞ্জন মালাকার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। প্রায় ১৫০০ শিক্ষক, যাদের মধ্যে অনেকেই সংখ্যালঘু, পদত্যাগ করতে বাধ্য হন। এর পিছনে ছিল প্রধানত কোটা সংস্কার আন্দোলন, যা ইসলামিক এবং জাতীয়তাবাদী অঙ্গীকার দ্বারা বেড়ে উঠেছিল।

শিক্ষকদের ওপর হামলা এবং হুমকি

অধ্যাপক শ্রেষ্ঠা মল্লিক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি-আক্রান্ত হন। এখানে তার ধর্মীয় সমালোচনা এবং ধর্মীয় উৎসবগুলোর বিরুদ্ধে বক্তব্য একটি হিংসাত্মক ক্যাম্পেইনের কেন্দ্রে পরিণত হয়। ঢাকা বোর্ডের চেয়ারম্যান শাপনকুমার সরকার হঠাৎ পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগের পেছনে সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব একটি বড় কারণ ছিল। এটি সংখ্যালঘু শিক্ষকদের প্রতি অসামাজিক আক্রমণের একটি বিপজ্জনক প্রবণতা তুলে ধরে, যা জাতীয় একতা, শিক্ষাক্ষেত্রে নিরপেক্ষতা এবং অন্তর্ভুক্তি হ্রাসের দিকে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:ভারতে এসে চিন্ময়কৃষ্ণ দাসের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ

এই আক্রমণগুলো সংখ্যালঘুদের সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে মার্জিনালাইজ করার একটি ষড়যন্ত্র। যা বালাদেশের সাম্প্রদায়িক শান্তি এবং বহুত্ববাদী সমাজের উপর গুরুতর আঘাত হানছে। বাংলাদেশের সাংস্কৃতিক বর্ণমালা বদলে দেওয়ার কাজ চলছে ভয়ঙ্কর দ্রুততার সঙ্গে। কাগজে না হলেও মগজে ফিরিয়ে আনছে ‘পূর্ব পাকিস্তান’। সেই পূর্ব পাকিস্তানে হিন্দু-বৌদ্ধদের জন্য বৃষ্টি নেই, রয়েছে কেবলই আগুন। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

bangladesh crisis

attacks on hindu

targeting minority

Financial Exploitation on Minority


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর