img

Follow us on

Wednesday, Dec 18, 2024

Sheikh Hasina: ‘‘জঙ্গিদের লীলাক্ষেত্রে পরিণত হচ্ছে ...’’, সাধের বাংলাদেশ নিয়ে শঙ্কিত হাসিনা

Bangladesh Crisis: ৭১-এর ইতিহাসের সঙ্গে বর্তমান বাংলাদেশের মিল পাচ্ছেন হাসিনা, কী বললেন মুজিব-কন্যা?

img

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন শেখ হাসিনা। ফাইল চিত্র

  2024-12-14 17:01:07

মাধ্যম নিউজ ডেস্ক: সাধের বাংলাদেশ (Bangladesh Crisis) নিয়ে উদ্বিগ্ন শেখ হাসিনা (Sheikh Hasina)। ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’-এ হাসিনার বিবৃতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ। আর এই বিবৃতিতে ১৯৭১ সালের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের আজকের পরিস্থিতি নিয়েও উল্লেখযোগ্য মন্তব্য করেছেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের আমলে দেশ ক্রমশ জঙ্গিদের লীলাভূমিতে পরিণত হচ্ছে বলে মনে করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

শহিদ স্মরণ হাসিনার (Sheikh Hasina)

শহিদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস বর্ণনা করে এই বিবৃতিতে শেখ হাসিনা বলেন, “আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এদিনে বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল-শামস বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।” নিজের বক্তব্যের শেষ অংশে শেখ হাসিনা (Sheikh Hasina) লিখেছেন, “জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এ বছর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামি লিগ সরকারকে হঠিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে।”

হাসিনার হুঙ্কার

বর্তমান বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh Crisis)  নিয়ে উদ্বেগ প্রকাশ করেই হাসিনার (Sheikh Hasina) সংযোজন, “মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামি-সহ ১৯৭১-এর পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন ধ্বংস করেছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করছে এই নিধনকারীদের দোসররা।” শেখ হাসিনার এই বিবৃতি সামনে আসার পর কূটনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই পোস্টে কোথাও সরাসরি শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার বা মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) নাম নেননি তিনি। তবে তাঁর নিশানায় যে ইউনূসই, তা একপ্রকার স্পষ্ট বলেই মত বিশেষজ্ঞ মহলের। বর্তমান পরিস্থিতিতে হাসিনার (Sheikh Hasina) হুঙ্কার, “স্বাধীনতাবিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Sheikh Hasina

bangla news

bangladesh crisis

Muhammad Yunus


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর