img

Follow us on

Saturday, Jan 18, 2025

Bangladesh Crisis: বাংলাদেশের জনপ্রিয় প্রযোজক-পরিচালক ও তাঁর অভিনেতা ছেলেকে পিটিয়ে হত্যা

Producer Selim khan: বাংলাদেশে চিত্র পরিচালক সেলিম খান ও তাঁর ছেলেকে পিটিয়ে হত্যা, ভয়ে ঘটনাস্থলেই গেল না পুলিশ!

img

বাঁদিকে সেলিম খান ও ডানদিকে তাঁর ছেলে শান্ত খান (সংগৃহীত ছবি)

  2024-08-08 16:47:09

মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত বাংলাদেশে (Bangladesh Crisis) সোমবারই হত্যা করা হল খ্যাতনামা পরিচালক-প্রযোজক সেলিম খান ও তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকে। সেলিম খান (Producer Selim khan) চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও ছিলেন। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মহম্মদ শেখ মহসিন আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘‘তাঁদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি।" তিনি স্বীকার করেন, "আমাদের প্রাণের নিরাপত্তার কারণে ঘটনাস্থলে যাইনি।’’

বাগাড়াবাজারে পিটিয়ে হত্যা 

সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতের উদ্দেশে রওনা হন। ওইদিন বিকেল নাগাদ বাংলাদেশের (Bangladesh Crisis) ফরক্কাবাদ বাজারে সেলিম খান ও শান্ত খানের ওপর হামলা চালায় একদল উন্মত্ত জনতা। সেখানে নিজের পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মরক্ষা করেন সেলিম। এরপরই পার্শ্ববর্তী বাগাড়াবাজারে এসে ফের জনতার আক্রমণের শিকার হন তাঁরা। সেখানেই বিক্ষোভকারীরা পিটিয়ে হত্যা করে সেলিম খান (Producer Selim khan) ও তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকে।

সিনেমা বানিয়েছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে (Bangladesh Crisis)

প্রসঙ্গত, বাংলাদেশের (Bangladesh Crisis) খ্যাতনামা চিত্র পরিচালক ছিলেন সেলিম খান। পশ্চিমবঙ্গেও তিনি কাজ করতেন বলে জানা যায়। তাঁর সংস্থার নাম ছিল শাপলা মিডিয়া। এই সংস্থা অনেকগুলি ছবি পরিচালনা করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল 'শাহেনশা' এবং 'বিদ্রোহী'। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়েও ছবি করেন সেলিম খান।

কী বলছেন টলিউডের প্রযোজক?

জানা গিয়েছে, সোমবার মৃত্যুর কিছুক্ষণ আগেও সেলিম খান কথা বলেন টলিউডের প্রযোজক অরিন্দম দাসের সঙ্গে। একটি ভবিষ্যতের প্রজেক্ট নিয়ে দুপক্ষের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়। এ বিষয়ে অরিন্দম দাস বলেন, ‘‘আমি সেলিম ভাইয়ের সঙ্গে সোমবারই কথা বলি। কিন্তু তার কয়েক ঘণ্টা পরেই শামিম আহমেদ রনি যিনি বাংলাদেশের এক চিত্রপরিচালক, আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফোন করে জানতে চান, সেলিম খান সম্পর্কে কোনও খবর আমি শুনেছি কি না। এর পরেই জানতে পারি, সেলিম ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Bangladesh

bangla news

Bengali news

Bangladesh army

Bangladesh Awami League

Bangladesh protest

Unrest in Bangladesh

bangladesh unrest

bangladesh crisis

producer selim khan


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর