img

Follow us on

Monday, Jan 06, 2025

Bangladesh Crisis19: পালাবদলের ঢাকায় রোষের মুখে সংবাদমাধ্যমও, খুন সাংবাদিক, অজস্র মিথ্যা মামলা

Targeting Minority: কীভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, তা নিয়েই আমাদের দ্বিতীয় খণ্ডের ধারাবাহিক প্রতিবেদন-‘আতঙ্কের বাংলাদেশে জঙ্গলের রাজত্ব’। আজ সপ্তম পর্ব।

img

অশান্ত বাংলাদেশ (ফাইল ছবি)

  2025-01-05 07:21:48

অনেকেই বলছেন, হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ। বেছে বেছে যেমন মন্দির এবং ধর্মস্থানে অবাধে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়িতে, একই সঙ্গে মারাত্মক বেড়ে গিয়েছে গণপিটুনি এবং খুন। অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট সংখ্যালঘু হিন্দু অথবা বিরোধী রাজনৈতিক কণ্ঠ। সারা বিশ্ব দেখছে, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের স্বরূপ। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর গোটা বিশ্ব স্তম্ভিত। আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদের কী করুণ পরিণতি হয়েছে, তাও কারও অজানা নয়। প্রথম খণ্ডে আমরা ১২টি পর্বে তুলে ধরেছিলাম নানা অত্যাচারের কাহিনি। এবার সেসব নিয়েই আমাদের দ্বিতীয় খণ্ডের ধারাবাহিক প্রতিবেদন। আজ সপ্তম পর্ব।

 

আতঙ্কের বাংলাদেশে জঙ্গলের রাজত্ব-৭

মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর থেকেই সাংবাদিকদের ওপরে নেমে আসে নির্মম অত্যাচার (Bangladesh Crisis19)। একাধিক সাংবাদিককে গ্রেফতার করা হয়। খুনও হতে হয় সাংবাদিককে। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা চালানো হতে থাকে। ইউনূস জমানায় সংবাদমাধ্যমকে খোয়াতে হয় বাক-স্বাধীনতার অধিকার। এ নিয়ে বেশ কিছু সংবাদমাধ্যম খবরও করে। ২০২৪ সালের ২৮ অগাস্ট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম 'প্রথম আলো' খবর লেখে যে একজন বিএনপি নেতা রাজশাহি জেলাতে চারজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং এই মামলাগুলি করা হয়েছে ছিনতাই এবং সাইবার সিকিউরিটির নানা ধারায়।

মিথ্যা মামলা সাংবাদিকদের বিরুদ্ধে, খবর বাংলাদেশের (Bangladesh Crisis19) সংবাদমাধ্যমে

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম 'ডেইলি স্টার' ২০২৪ সালের ২৯ অগাস্ট প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানেই তারা লেখে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরও ২৭ জন সাংবাদিকের বিরুদ্ধে ইউনূস সরকার মামলা দায়ের করেছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বাংলাদেশে।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর 'প্রথম আলো' প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানে তারা জানায় যে, চট্টগ্রামে ২৮ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্রিকা 'ঢাকা ট্রাইব্যুনাল' তাদের প্রতিবেদনে প্রকাশ করে যে ২৫ জন সাংবাদিকের বিরুদ্ধে ইউনূস সরকার খুনের মিথ্যা মামলা দায়ের করেছে।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকা ট্রাইব্যুনাল তাদের রিপোর্টে আরও উল্লেখ করে, কুমিল্লার এক বিএনপি নেতা তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার রজ্জু করেছে।

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা 'দৈনিক কালের কন্ঠ' তাদের প্রতিবেদনে লেখে যে বাংলাদেশের বগুড়াতে ১৮ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। যাঁদের বেশিরভাগ জনই গ্রেফতারি এড়াতে লুকিয়ে পড়েছেন।

গ্রেফতার করা হয় জনপ্রিয় সঞ্চালিকা ফারজানা রুপাকে (Bangladesh Crisis19)

বাংলাদেশের ইউনূস সরকারের নেতৃত্বে সাংবাদিকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলে বেশ কিছু মানবাধিকার সংগঠন। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক ফারজানা রুপা, যিনি একাত্তর টিভি নামের একটি সংবাদমাধ্যমের সঞ্চালিকা ছিলেন, তাঁকেও গ্রেফতার করা হয়। অন্যদিকে, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্তকে ভারতে আসার পথেই আটক করা হয়। বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ভোরের খবরের প্রতিবেদন অনুসারে, এখনও পর্যন্ত ৫০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

পালাবদল হতেই কোপ পড়ে সাংবাদিকদের ওপর

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যখনই ঢাকায় (Bangladesh Crisis19) পালাবদল হয়, তখনই সংবাদমাধ্যমের ওপর আছড়ে পড়ে নানা অত্যাচার। পালাবদলের পরেই ২০ জন সিনিয়র সাংবাদিকের প্রেস কার্ড বাতিল করে দেয় ইউনূস সরকার। অন্যদিকে ২০২৪ সালের নভেম্বর মাসের রিপোর্ট পাওয়া যায়, আরও ১১৮জন সাংবাদিকের প্রেস কার্ড বাতিল করে বাংলাদেশের ইউনূস সরকার। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু হয় এনটিভি'র নিউজ এডিটর শ্রীমন্ত খোকনের। অন্যদিকে গাজি টিভির সাংবাদিক সারা রাহানুমা এবং দীপ্ত টেলিভিশনের তানজিল জাহান ইসলাম তামিমেরও রহস্যজনক (Targeting Minority) মৃত্যুর ঘটনা সামনে আসে।

সাংবাদিক খুন 

শুধু তাই নয়, বাংলাদেশের অস্থির পরিস্থিতির সময়ে স্বপনকুমার ভদ্র নামের এক সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রসঙ্গত, স্বপনকুমার ভদ্র ছিলেন বাংলাদেশের তারাকাণ্ড প্রেস ক্লাবের সহ-সভাপতি। এছাড়াও বাংলাদেশের অপর এক জনপ্রিয় সাংবাদিক শারিফুল ইসলামের ওপরেও ভয়ঙ্কর অত্যাচার নেমে আসে। এর প্রত্যেকটা ক্ষেত্রে ইউনূস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

জোর করে দখল ঢাকার প্রেস ক্লাব

বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'ভিউজ বাংলাদেশ' তাদের প্রতিবেদনে প্রকাশ করে যে বেসরকারি পাঁচটি টেলিভিশনের দফতরেই হামলা এবং ভাঙচুর চালানো হয়। এই খবর প্রকাশিত হয় ৫ অগাস্ট। বাংলাদেশের জনপ্রিয় অন্যান্য সংবাদমাধ্যম যেমন, 'একাত্তর টিভি', 'এটিএন বাংলা', 'ইন্ডিপেন্ডেন্ট টিভি', 'সময় টিভি'-র প্রতিটিতে হামলা চালানো হয়। দফতরগুলি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। একইভাবে ঢাকার প্রেস ক্লাবকে জোরপূর্বক দখল করে নেয় বিএনপি এবং জামাতের সমর্থকরা।

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

USA

bangla news

Bengali news

targeting minority

Bangladesh Crisis19


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর