Jehadi Muslim: “মুসলিম কান্ট্রিতে হিন্দুর কোনও জায়গা নেই”! রাজশাহীতে আক্রান্ত দুই হিন্দু বোনকে হুমকি মৌলবাদীদের…
রাজশাহীতে আক্রান্ত সুপ্রিয়া সরকার। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: উগ্র জেহাদি মুসলমান (Jehadi Muslim) দুষ্কৃতীদের খপ্পরে বাংলাদেশ (Bangladesh)। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস এখন হিন্দু শূন্যে লক্ষ্য মাত্রা নিয়ে জেলায় জেলায় হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার চালিয়ে যাচ্ছে। ওই দেশে হিন্দু নাগরিকদের মানবাধিকার এবং বেঁচে থাকার অধিকার একেবারে নেই বললেই চলে। চট্টগ্রামে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে মিথ্যা মামালায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার খাগড়াছড়িতে চিন্ময়ের সহযোগীর মা চুমকিরানি দাসকে বাড়িতে ঢুকে খুন করা হয়। শুক্রবার, সুনামগঞ্জে লোকনাথ মন্দির ভাঙা হয়। একই ভাবে ওই দিনেই রাজশাহীর সুপ্রিয় সরকার এবং তাঁর বোনের বসত বাড়ি জবর দখল করে জামাতিরা। সেইসঙ্গে নেত্রকোনায় কালী মন্দির ভাঙচুর করেছে মৌলবাদী মুসলিম দুষ্কৃতীরা। দিন যত এগোচ্ছে বাংলাদেশ হিন্দুদের জন্য বধ্যভূমিতে পরিণত হচ্ছে।
নেত্রকোনার (Bangladesh) সদর উপজেলার নসিবপুর গ্রামে ১০-১৫টি হিন্দু পরিবার বসবাস করেন। তাঁরা সেখানে কয়েক পুরুষ ধরে সেখানে রয়েছেন। এখানে একটি মা কালীর একটি বিগ্রহ ছিল। মন্দির নির্মাণ করে বহুদিন ধরে মায়ের পুজো করে আসছিলেন। কিন্তু বৃহস্পতিবার দেখা গিয়েছে মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে। মা কালীর মূর্তি ভাঙা হয়েছে। ঠাকুরের চুল পুড়িয়ে দেওয়া হয়েছে। ডাকিনী-যোগিনীর মূর্তিগুলিকেও ভাঙা হয়। অভিযোগ জানিয়ে পুলিশের কাছে গেলে একজনকে গ্রেফতার করে পুলিশ। একই ভাবে হিন্দু এলাকায় ব্যাপক লুটপাট, ভাঙচুর এবং অত্যাচার চালাচ্ছে মুসলিম দুষ্কৃতীরা (Jehadi Muslim)।
এক দিকে যেমন সনাতন জাগরণ মঞ্চের এক মহিলা নেত্রীকে বাড়িতে ঢুকে নৃশংস ভাবে হত্যা করা হয়, ঠিক অপর দিকে উগ্র মুসলমানদের (Jehadi Muslim) আক্রমণের শিকার হয়েছেন (Bangladesh) হিন্দু মহিলারাও। রাজশাহীতে দুই বোন থাকতেন পৈতৃক বাসভবনে। তাঁদের শেষ সম্বল ছিল এই বাড়ি এবং জমি। তাঁদের এই বাড়ি দখল করেছে মুসলমান দুষ্কৃতীরা। দুই বোনকে বেঁধে রেখে বাড়িতে থাকা একাধিক গাছ কেটে নেয় গুন্ডারা। দুই বোন কাঁদতে কাঁদতে বলেন, ‘‘ওরা বলেছে, মুসলিম কান্ট্রিতে হিন্দুর কোনও জায়গা নেই। আমি হিন্দু বলে আমার কোনও জায়গা নেই? একবার দখল করেছে। আবার এসেছে দখল করতে। এই দেখ সব মুখ বেঁধে বেঁধে এসেছে। এর আগে আমার মা একা বাড়িতে ছিল। বাড়িতে আমাদের মেরে দিয়ে সব দখল করে নিয়েছে।’’
উল্লেখ্য সুনামগঞ্জের (Bangladesh) দোয়ারাবাজারের মংলারগাঁও ও মণিগাঁও পূর্বহাটি গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলাকে নিন্দা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘‘গত ৩ ডিসেম্বর রাতে হিন্দুদের শতাধিক বাড়ি, দোকান-ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা পরিকল্পনা করে করা হয়েছে। সেই সঙ্গে দোয়ারাবাজারে লোকনাথ মন্দিরে আক্রমণ করা হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। এই ঘটনায় সংখ্যালঘুরা আতঙ্কিত। অনেকেই ভয়ে সিলেট-সহ অন্যত্র চলে গিয়েছেন।’’ ইতিমধ্যে এই অত্যাচারের বিরুদ্ধে যথাযথ বিচারবিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশি মাইনরিটিস নামে একটি সংগঠন। ইউনূস এখন জামাত-বিএনপি-হিজবুল তাহেরির সঙ্গে সরকার চালাচ্ছেন। তাই হিন্দুদের নিয়ে কোনও ভ্রূক্ষেপ নেই, করছেন না কোনও পদক্ষেপ।
হিন্দু নির্যাতনের খবর যত আসছে, তত আরও খবর আসছে পাকিস্তান (Jehadi Muslim) এবং বাংলাদেশের (Bangladesh) সুমধুর সম্পর্কের। ৫২ সাল পর করাচি বন্দর থেকে সন্দেহজনক জাহাজ চট্টগ্রামে এসেছে। এখন থেকে পাকিস্তানের নাগরিক হলে বাংলাদেশের আসার ভিসা লাগবে না, সারসরি চলবে বিমান পরিষেবা। সেই সঙ্গে একাধিক সামরিক গোপন যুক্ত স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ইউনূস। আবার ভারতের অসমের ভূমিতে মন্দিরের চূড়া নির্মাণ করলে গুলি করবে বাংলাদেশের সেনা, এমন হুমকি দিয়েছে শুক্রবার। পশ্চিমবঙ্গের সীমান্ত বারাবর তুরস্কের ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সেনা। স্বরাষ্ট্র উপদেষ্টারা রোজ হুমকি দিচ্ছেন আমাদের বিজিবি প্রস্তুত। উল্লেখ্য, আসন্ন ১৬ ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষে কলকাতার ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের সেনা বা মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ হচ্ছে ক্রমশ। ফলে ভারতের সঙ্গে সম্পর্কের সব সমীকরণ বদলে ফেলতে চাইছে পরিবর্তনের বাংলাদেশ। সঙ্কট যে আরও গভীর হতে চলেছে, তা অনেক বিশেষজ্ঞ মেনে নিয়েছেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।