img

Follow us on

Sunday, Dec 29, 2024

China Frustration: চিনে একের পর এক হত্যা, সরকারের প্রতি ক্রোধ এবং হতাশার প্রতিফলন

China Crisis: "চিনা জনগণ অত্যন্ত কষ্টে আছে" সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট

img

চিনে অর্থনৈতিক মন্দা, সামাজিক অবক্ষয় ডেকে আনছে। সংগৃহীত চিত্র

  2024-12-28 16:07:31

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালে চিনে (China Frustration) একের পর এক গণহত্যার ঘটনায় সে দেশের জনগণের মধ্যে ক্রোধ ও হতাশা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি একটি খুনের ঘটনার পর "চিনা জনগণ অত্যন্ত কষ্টে আছে," এমন একটি লেখা সে দেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই পোস্টে ছিল সতর্কবার্তা, "এমন হামলা আরও বেড়ে যাবে।" আরেকটি পোস্টে লেখা হয়েছিল, "এই দুঃখজনক ঘটনা সমাজের অন্ধকার দিককে ফুটিয়ে তুলছে।"

চিনে হতাশার ছবি

চিনের জনগণের মধ্যে সম্প্রতি "সমাজের প্রতি প্রতিশোধ নেওয়ার" মনোভাব বেড়ে গিয়েছে। ২০২৪ সালে সে দেশে ঘটে যাওয়া একের পর এক হত্যার ঘটনা তার প্রমাণ। চিনে যদিও এ ধরনের হামলা বিরল, তবে বিশাল জনসংখ্যার দেশের জন্য এটি অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডেভিড শ্যাক। তবে, এসব হামলা সাধারণত তরঙ্গের মতো আক্রমণ করে, প্রায়ই এক ধরনের কপি-ক্যাট হামলা, যা জনগণের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে করা হয়। ২০২৪ সালে এরকম একাধিক ঘটনা ঘটেছে। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রতি বছর ৩ থেকে ৫টি হামলা ঘটেছিল, যেখানে অপরাধীরা পথচারী বা অপরিচিত ব্যক্তিদের উপর হামলা করেছিল। কিন্তু ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯টি।

রক্তাক্ত নভেম্বর

বিশেষ করে নভেম্বর মাসটি চিনে ছিল অত্যন্ত রক্তাক্ত। ১১ নভেম্বর ঝুহাই শহরে এক ৬২ বছর বয়সী ব্যক্তি একটি গাড়ি দিয়ে বাইরে স্টেডিয়ামে ব্যায়ামরত মানুষের মধ্যে আঘাত হানে, যার ফলে ৩৫ জন মারা যায়। পুলিশ জানিয়েছে, হামলাকারী ডিভোর্সি। বিচ্ছেদের কারণে অসন্তুষ্ট ছিল, তাই এই ঘটনা ঘটান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে চাংদে শহরে এক ব্যক্তি একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়ি চালিয়ে ৩০ জন শিশুকে আহত করে। আর্থিক ক্ষতি ও পারিবারিক সমস্যার জেরেই এই ঘটনা ঘটান তিনি।

অর্থনৈতিক মন্দাই কারণ

চিনের এই সহিংস হামলাগুলির মূল কারণ হিসেবে দেশের অর্থনৈতিক মন্দাকেই চিহ্নিত করা হচ্ছে। উচ্চ বেকারত্ব, বিপুল পরিমাণ দেনা এবং রিয়েল এস্টেট সঙ্কট চিনের জনগণের মধ্যে হতাশা তৈরি করছে। বড় শহরের পাশের এলাকায় বহু অসমাপ্ত আবাসিক প্রকল্পে মানুষ বসবাস করছে, যেগুলোর নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছে। অর্থনীতির সঙ্কটের কারণে চিনের জনগণের মধ্যে দৃষ্টিভঙ্গির একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে, যার মধ্যে ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক মনোভাব বৃদ্ধি পেয়েছে। এক গবেষণায় দেখা গিয়েছে, আগে যেখানে চিনা জনগণ সমাজে বৈষম্যকে নিজেদের ব্যর্থতা হিসেবে দেখত, এখন তারা এটিকে একটি "অন্যায় অর্থনৈতিক ব্যবস্থা" হিসেবে চিহ্নিত করছে।

চিনে বিকল্পের অভাব

চিনের জনগণের মানসিক চাপ ক্রমাগত বেড়ে যাচ্ছে। বিকল্পের অভাব এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যেখানে মানুষজনের তাঁদের ক্ষোভ বা হতাশা প্রকাশ করার কোনও উপায় নেই। যদিও কিছু দেশে মানুষ নিজেদের অভিযোগ বা সমস্যা জানাতে মিডিয়ার কাছে যেতে পারে, চিনে তা-ও সম্ভব নয়। রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া বা দুর্বল বিচার ব্যবস্থা এমন ব্যক্তিদের সহায়তা করতে পারে না। মানসিক স্বাস্থ্যসেবা এবং শারীরিক এবং মানসিক চাপের মোকাবিলা করার জন্য কার্যকর ব্যবস্থা না থাকার কারণে, চিনা জনগণ এমন একটি অবস্থা অনুভব করছে যা তাঁদের সহিংস আক্রমণের দিকে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন: ‘‘বাবার প্রয়াণে শোক জ্ঞাপনের জন্য বসেনি ওয়ার্কিং কমিটির বৈঠক’’, কংগ্রেসকে তোপ প্রণব কন্যার

সম্ভাব্য পরিণতি 

চিনে এমন হামলা এখন অল্প সংখ্যক মানুষের দ্বারা ঘটলেও, বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদি পরিস্থিতি এরকমই চলতে থাকে, তবে এটি সমাজে আরও বিশৃঙ্খলা এবং অস্থিরতার সৃষ্টি করতে পারে। সরকারি কর্মকর্তারা পরিস্থিতি সম্পর্কে সচেতন হলেও, এখনও পর্যন্ত পরিস্থিতি মোকাবিলার জন্য কার্যকর কোনও ব্যবস্থা দেখা যায়নি, শুধুমাত্র নিরাপত্তা বাড়ানোর জন্য আরও নজরদারি এবং পুলিশি প্রতিক্রিয়া শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে, বিশেষজ্ঞরা বলেছেন যে চিন একটি নতুন ধরনের সামাজিক অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে আরও আক্রমণ এবং প্রতিবাদে পরিণত হতে পারে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

China

bangla news

Asia

China Frustration

China Crisis


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর