img

Follow us on

Thursday, Sep 19, 2024

China: বেলুনের মাধ্যমে গুপ্তচরবৃত্তি চিনের! গুলি করে নামাল আমেরিকা

বেলুনটিকে প্রথমে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গিয়েছিল বলেই জানা গিয়েছে

img

গুলি করে নামানোর মুহুর্তে বেলুনটি

  2023-02-05 11:40:22

মাধ্যম নিউজ ডেস্ক: গুপ্তচরের ভূমিকায় বেলুন! আমেরিকার ‘স্পর্শকাতর’ সামরিক কেন্দ্রগুলির উপর এভাবেই  নজরদারি চালানোর অভিযোগ উঠল চিনের (China) বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগন। যদিও বেজিং আমেরিকার এই দাবি মানতে চায়নি। শনিবার সন্দেহজনক এই বেলুনটিকে গুলি করে নামিয়েছে আমেরিকা। বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে তারা আটলান্টিক মহাসাগর থেকে।

পেন্টাগনের দাবি

গত বৃহস্পতিবারই পেন্টাগন বিবৃতি দিয়ে জানায়, বেলুনের মাধ্যমে ‘গুপ্তচরবৃত্তি’ চালাচ্ছে চিন (China)। আমেরিকার সামরিক কার্যকলাপকে বেলুনের মাধ্যমে নজরবন্দী করার অভিযোগ তোলে তারা চিনের বিরুদ্ধে। প্রেসিডেন্ট জো বাইডেন তখনই বলেছিলেন বেলুনটির ‘উপযুক্ত ব্যবস্থা’ করা হবে।

অভিযোগ অস্বীকার চিনের  (China)

চিন  (China) অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার কারণেই এই বেলুনটি ব্যবহার করা হচ্ছে। চিনের বিদেশ মন্ত্রকের দাবি, এই বেলুনটি হাওয়ার বেগেই আমেরিকায় ঢুকে পড়ে। চিন অবশ্য দুঃখপ্রকাশ করেছে এই ঘটনায়। পাশাপাশি তারা এ-ও জানায়, এমন ঘটনা আর ঘটবে না।

বেলুনটিকে কোথায় প্রথম দেখা যায়

বেলুনটিকে প্রথমে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গিয়েছিল বলেই জানা গিয়েছে। আমেরিক প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সেটিকে গুলি করে নামানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু বেলুনটির মধ্যে কোনও তেজস্ক্রিয় পদার্থ থাকলে বিপত্তি ঘটার আশঙ্কা ছিল। পরে দক্ষিণ ক্যারোলিনা উপকূলের কাছে বেলুনটিকে গুলি করে নামানো হয়।

কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

বেলুন ধ্বংস করার পর বাইডেন বলেন, ‘‘আমরা সফল ভাবে বেলুনটি নামাতে পেরেছি। আমি আমাদের বিমান আধিকারিকদের এর জন্য অভিনন্দন জানাতে চাই।’’

বেলুনটি গুলি করে নামানোর সময়ের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, কী ভাবে নীল আকাশের বুকে সাদা বেলুন গুলি লেগে ফেটে গিয়েছে। সাদা ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারপাশে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

Tags:

China


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর