img

Follow us on

Saturday, Jan 18, 2025

Modi in Egypt: মোদির মিশর সফরেই সুয়েজের ধারে বাণিজ্যের জায়গা পেতে পারে ভারত

পিরামিডের দেশে পাড়ি! প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মিশর সফরে মোদি

img

মিশর সফরে মোদি।

  2023-06-24 17:55:45

মাধ্যম নিউজ ডেস্ক: চারদিনের আমেরিকা সফর শেষে মিশরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বারের জন্য মিশর সফরে যাচ্ছেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কায়রো বিমানবন্দরে অবতরণ করবে মোদির বিমান। এদিন রাত ৮টা ৪০ মিনিটে মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলির সঙ্গে বৈঠক করবেন মোদি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসির আমন্ত্রণে দু’দিনের এই সফর নমোর।

‘সুয়েজ ক্যানাল ইকনমিক জোন’

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ যৌথ সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তির ঘোষণা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। মোদির এই সফরেই সুয়েজ ক্যানালের তীরবর্তী ‘সুয়েজ ক্যানাল ইকনমিক জোন’-এর একাংশ ভারতীয় উদ্যোগপতিদের হাতে তুলে দিতে পারে মিশর প্রশাসন। বাণিজ্যিক দিক থেকে বটেই, ভূকৌশলগত দিক থেকেও সুয়েজ খালের বিশেষ গুরুত্ব রয়েছে। ভূমধ্যসাগরের সঙ্গে ভারত মহাসাগর এবং লোহিত সাগরের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই খালের মাধ্যমেই প্রতি দিন ৫ লক্ষ ব্যারেল অশোধিত তেল জলপথে ভারতে যায়। ফলে অর্থনৈতিক দিক থেকে এই খালের গুরুত্ব অপরিসীম।

সুয়েজ খালের গুরুত্ব

মিশর এমন একটা জায়গায় অবস্থান করছে আফ্রিকা আর মধ্যপ্রাচ্যকে যা সংযুক্ত করে। ভূমধ্যসাগর লোহিত সাগরকে সংযুক্ত করে সুয়েজ খাল । আর এর উপর দীর্ঘদিন ধরে মিশরের আধিপত্য রয়েছে । সুয়েজ খাল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। এশিয়া আর ইউরোপকে যুক্ত করেছে সুয়েজ খাল। শুধু তাই নয়, ইন্দোপ্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সুরেজ খাল। এই খালের পাশে ভারত যদি নিজেদের জমি শক্ত করতে পারে তাহলে আফ্রিকার দেশগুলোর সাথে বাণিজ্য করা কোনরকম অসুবিধেরই হবে না ভারতের।

আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন হলিউড খ্যাত গায়িকা, চাইলেন আশীর্বাদও

কোথায় কোথায় যাবেন মোদি

মিশরে একাদশ শতকের আল হাকিম মসজিদ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ ভাবে, গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায় কায়রোর আল হাকিম মসজিদটির সংস্কার হয়েছে। বলে রাখা ভাল, ইসলাম ধর্মাবলম্বী এই সম্প্রদায়ের প্রভাব ও প্রতিপত্তি গুজরাটে যথেষ্ট। ফলে অনেকেই মনে করছেন, মূলত বণিক দাউদি বোহরাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ। মিশরের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে লড়া ভারতীয় সৈন্যদের সমাধিস্থলেও শ্রদ্ধা জানাতে যেতে পারেন মোদি। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Narendra Modi

bangla news

Egypt Visit

Suez Canal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর