img

Follow us on

Friday, Nov 22, 2024

Cyclone: তাপমাত্রা নামবে -৪৫ ডিগ্রি সেলসিয়াসে! তুষারঝড়ে কাঁপছে আমেরিকা

বাতিল কয়েক হাজার বিমান। এর পাশাপাশি তুষার ঝড়ের জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। প্রভাব পড়েছে মেট্রো পরিষেবাতেও।

img

তুষার পথ।

  2022-12-23 17:47:36

মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনের (Christmas) উৎসবে কাঁটা তুষারঝড়। সপ্তাহান্তে শীতকালীন সুপার সাইক্লোন আছড়ে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায়। ভয়ঙ্কর তুষারঝড় বম্ব সাইক্লোনের (Bomb Cyclone) আতঙ্কে কাঁপছে আমেরিকা। এখনই তাপমাত্রার পারদ নেমে গেছে হিমাঙ্কের ১৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। কনকনে ঠান্ডায় তুমুল ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত স্বাভাবিক জীবনযাত্রা। বরফ জমেছে রাস্তাঘাটে। যান চলাচল বিপর্যস্ত। বাতিল করা হয়েছে সাড়ে তিন হাজারের বেশি উড়ান। দেশের কিছু অংশে তাপমাত্রা নামবে -৪৫ ডিগ্রি সেলসিয়াস। আমেরিকা-মেক্সিকো সীমান্ত, ফ্লোরিডায় পর্যন্ত তাপমাত্রার পারদ রেকর্ড পরিমাণ নামবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। 

বাতিল বহু বিমান

প্রতি বছরই এই সময় আমেরিকা ও কানাডায় তাণ্ডব করে এই বরফের ঘূর্ণিঝড়। তছনছ করে দেয় বিস্তীর্ণ এলাকা। মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, গত মঙ্গলবার থেকে প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম দিক থেকে এই তুষারঝড় (Bomb Cyclone) শুরু হয়। ক্রমশ এই ঝড় এগিয়েছে পূর্ব দিকে। চলতি সপ্তাহেই আমেরিকার উত্তরদিকের হ্রদগুলি পুরোপুরি জমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তুষারঝড়ের ধাক্কায় বড়দিনের সেলিব্রেশন পণ্ড হওয়ার পথে। ঘরবন্দি মানুষজন। অনেক জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন। বৃহস্পতিবার ২ হাজার ৮১০টি বিমান বাতিল করে আমেরিকান এয়ারওয়েজ। এদিন প্রায় ১ হাজার ৬০০ বিমান বাতিল করেছে ওই মার্কিন উড়ান সংস্থা। এছাড়া বৃহস্পতিবার ডেল্টা এয়ারওয়েজের মোট ১৩০টি ও শুক্রবার ৮৪টি বিমান বাতিল করা হয়। বিমানের পাশাপাশি তুষার ঝড়ের জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। প্রভাব পড়েছে মেট্রো পরিষেবাতেও।

আরও পড়ুন: রাজপরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন করবেন না প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল! কী এমন হল?

ফ্রস্টবাইটের শঙ্কা

আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার আমেরিকায় শৈত্যঝড় ‘বম্ব সাইক্লোন’-এ পরিণত হতে পারে। এফ ফলে তীব্র বেগে বইবে ঠান্ডা হাওয়া। বায়ুর চাপ থাকবে অনেক কম। মিনিয়াপোলিস, শিকাগো, কানসাস সিটি, সেন্ট লুই, ইন্ডিয়ানাপোলিস, ক্লিভল্যান্ড, ডেট্রয়েটে সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে মিনিয়াপোলিস, শিকাগো এবং উত্তর ও পশ্চিম মিশিগানে তুষারঝড়ের পূর্বাভাসও রয়েছে। ঘণ্টায় ঝড়ের গতি হতে পারে প্রায় ৫৭ কিলোমিটার।  সপ্তাহান্তে আমেরিকাবাসীকে সব থেকে বিপাকে ফেলবে ফ্রস্টবাইট। ডেস মোয়ানস, আইওয়া শহরে বাড়ি থেকে বার হওয়াই দুষ্কর হয়ে উঠবে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

us

America

cyclone in us

BOMB Cyclone


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর