img

Follow us on

Sunday, Jan 19, 2025

Donald Trump: শপথ গ্রহণের আগে ওয়াশিংটন (ডিসি) পৌঁছলেন ট্রাম্প, পুড়ল আতশবাজি

Washington: প্রবল শীতের কারণে ‘ইন্ডোরে’ শপথ নেবেন ট্রাম্প

img

ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

  2025-01-19 10:58:54

মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) শপথ গ্রহণের উদ্দেশ্যে ওয়াশিংটনে (ডিসি) পৌঁছেছেন। তাঁর সঙ্গে রয়েছেন পরিবার এবং দলের নেতারা। প্রসঙ্গত, ভারতীয় সময় অনুযায়ী সোমবারই দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটন (ডিসি) (Washington) পৌঁছাতেই তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। সস্ত্রীক ট্রাম্পকে স্বাগত জানানো হয় আতশবাজি পুড়িয়ে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

প্রবল শীতের কারণে ‘ইন্ডোরে’ শপথ নেবেন ট্রাম্প (Donald Trump)

বর্তমানে প্রবল শৈত্যপ্রবাহ চলছে ওয়াশিংটন (ডিসি)-তে। ইতিমধ্যে সেখানকার হাওয়া অফিস তুষারপাতের সম্ভাবনাও জারি করেছে। প্রসঙ্গত, আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। মার্কিন সময় অনুয়ায়ী রবিবার তিনি এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শপথ নেবেন। প্রবল শীতের কারণে ‘ইন্ডোরে’ শপথ নেবেন ট্রাম্প। বায়ুসেনার বিশেষ বিমানে ফ্লোরিডার পাম বিচ থেকে আকাশপথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে যান ট্রাম্প। তাঁর এই উড়ানের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘স্পেশাল এয়ার মিশন ৪৭’। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে এসে নামে ট্রাম্পের বিশেষ বিমান। সেখান থেকে ভার্জিনিয়ার গলফ ক্লাবে যান ট্রাম্প।

ভুয়ো নথি ব্যবহার করে মুসিবুল হল প্রদীপ, একত্রবাস হিন্দু মেয়ের সঙ্গে, গ্রেফতার

ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত বিশেষ কুচকাওয়াজ

শপথ গ্রহণের দিন আমেরিকার সংসদ ভবন ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, এই শোভাযাত্রায় পারফর্ম করার সুযোগ দেওয়া হয়েছে টেক্সাসের ইন্দো-আমেরিকান ঢোল ব্যান্ড ‘শিবম ঢোল তাশা পাঠক’কে। ইতিহাস তৈরি করে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বসতে চলেছেন হোয়াইট হাউসের কুর্সিতে। কুর্সিতে বসার আগে ট্রাম্পকে ভরসা রাখতে দেখা গিয়েছে ভারতীয় বংশোদ্ভূতদের ওপর। একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে ভারতীয় বংশোদ্ভূতদের মনোনীত করছেন তিনি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Donald Trump

Washington

donald trump inauguration 


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর