ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লির একাধিক অঞ্চলে
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৩। জানা গিয়েছে, ভূমিকম্পের (Nepal Earthquake) উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার অভ্যন্তরে। প্রসঙ্গত, গত ৩ অক্টোবর জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২ ও ৪.৬। সেবারে কম্পনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল বাঝাং জেলায়। ওই দিন মাত্র ২৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপে ওঠে হিমালয়ের কোলের দেশ।
নেপালের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেদেশের বাগমতি এবং গন্ডকি প্রদেশে এই কম্পন ভালোই অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও দুটি জায়গা প্রাণহানির আশঙ্কাও থাকছে। ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লির একাধিক অঞ্চলে। সাম্প্রতিককালে ২০১৫-তে সবচেয়ে বড় ভূমিকম্পের সাক্ষী থেকেছে নেপাল। ওই বছর রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কোডারি এলাকা। ওই বছর ভূমিকম্পের প্রাণ যায় প্রায় দু'হাজারের বেশি মানুষের। রাজধানী কাঠমান্ডুর ব্যাপক ক্ষতি হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, প্রায়ই ভূমিকম্পের কবলে পড়তে হয় নেপালকে। তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের উপর অবস্থিত হওয়ায় এই দেশ সারা বছরই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে।
নেপালের 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি' নিজেদের এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে, ২৭.৯২ অক্ষাংশে এবং ৮৪.৭১ দ্রাঘিমাংশে এই ভূমিকম্প (Nepal Earthquake) অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল মাটির ১০ কিলোমিটার নিচে তৈরি হয়েছে। তবে নেপালের এই ভূমিকম্পের কোনও রকমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। এর আগে চলতি মাসের ৭ তারিখেও নেপালে ভূ-কম্পন অনুভূত হয়। সে সময় রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৯।
An earthquake of magnitude 5.3 strikes Nepal: National Center for Seismology pic.twitter.com/J5lyp8RLuh
— ANI (@ANI) October 22, 2023
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।