রবিবারের ভোটে বেশির ভাগ ট্যুইটার ব্যবহারকারী জানিয়েছেন, পদ ছাড়াই উচিত ইলনের।
ইলন মাস্ক
মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের সিইও পদ ছেড়ে দেবেন। একথা নিজেই জানালেন টেসলার কর্নধার ইলন মাস্ক (Elon Musk)। রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি গণভোটের আয়োজন করেছিলেন তিনি। সেই গণভোটে দ্বিধাহীনভাবে ট্যুইটারবাসীরা তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। রায় দিয়েছেন, ইলনের ট্যুইটারের সিইও পদ ছেড়ে দেওয়া উচিত। তার পরেই পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি জানিয়েছেন, তিনি তাঁর মতো বোকা এক জনের অপেক্ষায় রয়েছেন। তাঁকে পেলেই, পদ ছেড়ে দেবেন ইলন।
এই প্রথম ট্যুইটারের পদ ছাড়ার বিষয়ে এত খোলামেলা করলেন ইলন (Elon Musk)। রবিবারের ভোটে বেশির ভাগ ট্যুইটার ব্যবহারকারী জানিয়েছেন, পদ ছাড়াই উচিত ইলনের। প্রসঙ্গত, ভোটের পোস্টটিতে ইলন লিখেছিলেন, এই ভোটের রায় মাথা পেতে নিতে তিনি বাধ্য।
আরও পড়ুন: বড়দিনের আগেই শীত কমার সম্ভাবনা, কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ
বেশ কিছু দিন ধরেই ইলনের (Elon Musk) ট্যুইটারের সিইও পদ ছাড়ার দাবি তুলেছে বিভিন্ন মহল। প্রশ্ন উঠছে, ট্যুইটারে অতিরিক্ত সময় দেওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে ইলনের টেসলার ব্যবসা। তিনিই টেসলার ডিজ়াইন এবং ইঞ্জিনিয়ারিং শাখাটির দায়িত্বে রয়েছেন। প্রভাবশালী বিভিন্ন মহল থেকে বেশ কিছুদিন ধরেই ইলনকে ট্যুইটারের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্যে চাপ দেওয়া হচ্ছিল। রবিবার সেই কারণেই এই গণভোটের আয়োজন। মানুষের রায় নিজে পরখ করে দেখে নিতে চেয়েছিলেন ইলন। বেশ কিছুদিন ধরেই এই চিন্তা ভাবাচ্ছে ইলন মাস্ককে। কিছুদিন বলছিলেন, তাঁর উপর কাজের চাপ অনেকটা বেড়ে গিয়েছে। তাতে বেজায় সমস্যায় পড়ছেন তিনি। এবার প্রশ্ন উঠছে তাহলে ইলনের পরিবর্তে কার কাঁধে উঠবে মাইক্রো ব্লগিং সাইটের গুরুভার? সে বিষয়ে এখনও কিছু জানাননি ইলন। ইলন রসিকতা করে জানিয়েছেন, তিনি এমন এক জনকে খুঁজছেন যিনি তাঁর মতোই ‘বোকা’! সেই ‘বোকা’ মানুষের সন্ধান চালাচ্ছেন তিনি।
তবে এই গণভোট থেকে একটি বিষয় স্পষ্ট যে, তিনি ট্যুইটার নিয়ে আশাহত। ট্যুইটারের দায়িত্ব থেকে নিষ্কৃতি চাইছেন তিনিও। তাই এখন সিলিকন ভ্যালিতে খুঁজে বেড়াচ্ছেন তাঁর মতো 'বোকা' কাউকে।
Should I step down as head of Twitter? I will abide by the results of this poll.
— Elon Musk (@elonmusk) December 18, 2022
Tags: