img

Follow us on

Friday, Nov 22, 2024

Elon Musk Twitter: ট্যুইটার অধিগ্রহণ করলেন ইলন মাস্ক, প্রথমেই ছাঁটলেন পরাগ আগরওয়ালকে

Twitter: পরাগের পাশাপাশি, ট্যুইটার থেকে মাস্ক বরখাস্ত করেছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত কর্তাকে। তিনি বিজয়া গাড্ডে...

img

ইলন মাস্ক ও পরাগ আগরওয়াল

  2022-10-28 15:57:54

মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ টালবাহানা ও আইনি জটিলতার পর অবশেষে ট্যুইটার  (Twitter) অধিগ্রহণ করলেন মার্কিন ধনকুবের তথা টেসলা সিইও ইলন মাস্ক (Tesla CEO Elon Musk)। 

দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তিনি পুরনো শীর্ষ কর্তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করেন। সেই তালিকায় ছিলেন সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agarwal)। পরাগ সহ বেশ কয়েকজন শীর্ষ কর্তাকে বরখাস্ত করলেন মাস্ক (Elon Musk)। সংবাদমাধ্যম সূত্রে খবর, পরাগের পাশাপাশি এই জনপ্রিয় মাইক্রো-ব্লগিং সাইটের চিফ ফিনান্সিয়াল অফিসার বা সিএফও নেদ সেগালকেও (Ned Segal) ছাঁটাই করা হয়েছে। এছাড়া বরখাস্ত করা হয়েছে জেনারেল কাউন্সেল শন এজেটকে। 

পরাগের পাশাপাশি, ট্যুইটার থেকে মাস্ক (Elon Musk) বরখাস্ত করেছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত কর্তাকে। তিনি বিজয়া গাড্ডে (Vijaya Gadde)। এতদিন সংস্থার আইনি নীতি (লিগাল পলিসি), ট্রাস্ট এবং নিরাপত্তার প্রধান ছিলেন তিনি। গুরুত্বপুর্ণ বিষয় হল বিজয়া গাড্ডেই ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে ট্যুটার থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগেও, গাড্ডের সমালোচনায় সরব হয়েছিলেন মাস্ক। 

এই বছরের ১৩ এপ্রিল ট্যুইটার কেনার ঘোষণা করেন। কিন্তু তারপরে স্প্যাম এবং জাল অ্যাকাউন্টের কারণে তিনি সেই চুক্তিটি আটকে রেখেছিলেন। এরপর ৮ জুলাই মাস্ক চুক্তি ভাঙার সিদ্ধান্ত নেন। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল ট্যুইটার। কিন্তু তারপর অক্টোবরের শুরুতে মাস্ক তাঁর অবস্থান পরিবর্তন করেন। আবার চুক্তিটি সম্পূর্ণ করতে সম্মত হন। অন্যদিকে, ২৮ অক্টোবরের মধ্যে চুক্তিটি সম্পন্ন করার নির্দেশ দেয় মার্কিন আদালত। সেই সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই ট্যুইটার অধিগ্রহণ করলেন মাস্ক (Elon Musk)। 

বৃহস্পতিবার মাস্ক (Elon Musk) বিবৃতি দিয়ে জানান যে, তিনি ট্যুইটার অধিগ্রহণ করছেন। 'মানবতার স্বার্থেই' তাঁর এই পদক্ষেপ বলে বার্তা দেন তিনি। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘‘আরও অর্থ উপার্জনের জন্য কিনিনি। মানবতার জন্য কিনেছি। মানবতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত যেখানে সমস্ত পক্ষের স্বাধীন মতামত প্রকাশের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে। সুস্থ পরিবেশে বিতর্ক হবে।’’ 

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Former US President Donald Trump) একটি বিবৃতি জারি করে বলেছেন, ‘‘ট্যুইটার কেনার জন্য এলন মাস্ককে (Elon Musk) অভিনন্দন। অনেকেই বলেছেন, পরিবর্তনের খুব প্রয়োজন। আমাকে বলা হয়েছিল যে আমার অ্যাকাউন্ট ব্যাক-আপ সহ সোমবারের মধ্যে সক্রিয় করা হবে।’’

প্রসঙ্গত, বুধবারই ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেন মাস্ক (Elon Musk)। ভিডিওতে মাস্ককে ট্যুইটার অফিসে একটি 'সিঙ্ক' নিয়ে যেতে দেখা যায়। মাস্ক তার ট্যুইটার প্রোফাইলের বায়ো পরিবর্তন করে তাঁর ব্যক্তিগত বিবৃতিতে 'ট্যুইট চিফ' লিখেছেন। পাশাপাশি তিনি তাঁর প্রোফাইলে তাঁর লোকেশন পরিবর্তন করে ট্যুইটার সদর দফতর করে দিয়েছেন। 

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Elon Musk Twitter

Tesla CEO Elon Musk

Elon Musk Buys Twitter

Elon Musk Twitter Parag Agarwal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর