img

Follow us on

Friday, Nov 22, 2024

Ethiopian Airlines Pilots: মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই পাইলটই! এরপর যা ঘটল...

জানা গিয়েছে, গত সোমবার সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার সময় ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ বিমানে এই ঘটনা ঘটেছে।

img

প্রতীকী ছবি

  2022-08-22 14:38:27

মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ আকাশে চলন্ত বিমানে এ কি কান্ড! ঘুমিয়ে পড়লেন বিমান চালক! অবাক হচ্ছেন তো? কিন্তু এমনটাই ঘটেছে, কিন্তু এই ঘটনা ভারতের নয়, ইথিওপিয়ার। ইথিওপিয়ার বিমানের দুজন বিমানচালক এই ঘটনা ঘটিয়েছে। এতগুলো যাত্রীর জীবন কীভাবে বিপদে ফেলতে পারেন তাঁরা, তাই নিয়ে প্রশ্ন উঠছে। 

আরও পড়ুন: ফের বিমানে যান্ত্রিক ত্রুটি, পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

জানা গিয়েছে, গত সোমবার সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার সময় ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ বিমানে এই ঘটনা ঘটেছে।  বিমানটি তখন ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল। সেই সময়ে ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। মাঝপথে ঘুমিয়ে পড়ার ফলে সেই যাত্রীবাহী বিমান তার নির্দিষ্ট গন্তব্যস্থলে নামতে পারেনি। অ্যাভিয়েশন নিউজ সাইট (The Aviation Herald) থেকে জানা গেছে যে, নিজে থেকে নয়, অটোপাইলটের সাথে সংযোগ বিচ্ছিন্ন হবার পর অ্যালার্মের শব্দেই পাইলটদের ঘুম ভেঙেছে। যদিও তারা ২৫ মিনিট পর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সুরক্ষিতভাবে বিমানটি অবতরন করাতে পেরেছিল। শনিবার ইথিওপিয়ান এয়ারলাইন্স বলেছে যে পাইলটদের আরো তদন্তের জন্য অপারেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে ও তাদের সাসপেন্ডও করা হয়েছে। ইথিওপিয়ান এয়ারলাইন্স তাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েছে যে তদন্তের পর ফলাফল অনুযায়ী সঠিক পদক্ষেপ নেওয়া হবে। তারা আরও জানায়, যাত্রীদের সুরক্ষাই তাদের প্রথম লক্ষ্য ছিল এবং থাকবে।

আরও পড়ুন: ১৮৫ বিমানযাত্রীর প্রাণ বাঁচিয়ে এখন 'হিরো', কে এই ক্যাপ্টেন মণিকা?

অস্ট্রেলিয়ান এভিয়েশন কনসালটেন্সি ফার্ম এভিয়েশন প্রজেক্টেস এর ম্যানেজিং ডিরেক্টর কিথ টনকিন (Keith Tonkin, managing director of Australian aviation consultancy firm Aviation Projects) বলেন, এয়ারলাইন্সের সাধারণত নির্দিষ্ট কিছু  প্রটোকল আছে যা সবসময় নিশ্চিত করে যে বিমানের দায়িত্বে থাকা কেউ জেগে আছে কিনা। তবে তাঁর মতে, পাইলটদের নিজেদের সাফাই দেওয়ার জন্য অন্তত পক্ষে একটা সুযোগ দেওয়া দরকার। তিনি মনে করেন, নিশ্চয়ই কোন কারণ ছিল যে কারণে তারা জেগে থাকতে পারেননি। যদি তাঁরা কোনও নিয়ম বা আইন ভেঙ্গে থাকে, অবশ্যই তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Tags:

Viral News

Ethiopian Airlines

Pilots Slept


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর