সন্ত্রাসে অর্থ জোগানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে...
ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা! দেশের আর্থিক অবস্থা তলানিতে। দেউলিয়া হওয়ার পথে দেশ। এমতাবস্থায় পাকিস্তানকে (Pakistan) হুঁশিয়ারি দল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, সংক্ষেপে এফএটিএফ (FATF Pakistan)। শুক্রবার ওই সংস্থার তরফে ইসলামাবাদকে সাফ জানানো হয়েছে, সন্ত্রাসে অর্থ জোগানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এফএটিএফের সভাপতি টি রাজা কুমার বলেন, আমি নির্দিষ্ট মিডিয়া রিপোর্ট নিয়ে জল্পনা করব না। তবে আমি মনে করি, যা গুরুত্বপূর্ণ তা হল এশিয়া প্যাসিফিক গ্রুপ দ্বারা পাকিস্তানের অগ্রগতি পর্যবেক্ষণে জোর দেওয়া।
সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে হিজবুল মুজাহিদিন জঙ্গি বশির আহমেদ পিরকে গুলি করে হত্যা করে এক আততায়ী। কাশ্মীরের বাসিন্দা বশিরের পাকিস্তানে এভাবে মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠতে থাকে, পাকিস্তানে সন্ত্রাসবাদীদের আনাগোনা নিয়ে। প্রশ্ন ওঠে, তাহলে সন্ত্রাস রোখার বিষয়ে কতটা সচেতন পাকিস্তান? এখানেই শেষ নয়, বশির আহমেদ পিরের শেষকৃত্যে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে সৈয়দ সালাউদ্দিনকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানি সেনারা তাঁকে ঘিরে রেখেছে এবং তিনি ভারতকে হুমকি দিচ্ছেন। সেই ঘটনার কথা কানে যায় এফএটিএফের প্রধানের। তখনই তিনি মুখ খোলেন পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে।
আরও পড়ুুন: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, গ্রেফতার ডিআরডিও আধিকারিক
বর্তমানে এফএটিএফের (FATF Pakistan) প্রেসিডেন্ট সিঙ্গাপুরের টি রাজা কুমার। প্যারিসে প্রতিষ্ঠানের প্লেনারি সেশনে তিনি বলেন, একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে পাকিস্তান ৩৪টি অ্যাকশন প্ল্যান আইটেম সম্পূর্ণ বা যথেষ্ট পরিমাণে সম্পূর্ণ করার জন্যও পদক্ষেপ নিয়েছে যা মূলত এগুলিকে অব্যাহত রাখতে এবং টিকিয়ে রাখতে হবে। তিনি বলেন, আমি পাকিস্তানকে তার অবশিষ্ট কর্ম পরিকল্পনা আইটেমগুলিকে সম্পূর্ণ করার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে এটি নিশ্চিত করতে হবে যে সে তার প্রতিশ্রুতি বজায় রাখছে ও সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে, গত বছর এফএটিএফের (FATF Pakistan) ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল পাকিস্তানের নাম। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী এখনও দেশটিকে দুটি অ্যাকশন প্ল্যান নিতে হবে। পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বাদ দেওয়ার পরেও তার ওপর নজর রেখেছে এশিয়া প্যাসিফিক গ্রুপ।
পাকিস্তানের অর্থনীতির হাঁড়ির হাল। অর্থনীতির চাকা ঘোরাতে বিশ্বের নানা দেশের কাছে হাত পাতছে ইসলামাবাদ। হত্যে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারেরও। এমতাবস্থায় এফএটিএফের এই হুঁশিয়ারিতে সিঁদুরে মেঘ দেখছেন পাকিস্তানের শীর্ষ কর্তারা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।