img

Follow us on

Friday, Nov 22, 2024

Imran Khan: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

খবরে বলা হয়েছে, ইমরানের পায়ে গুলি লেগেছে।

img

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

  2022-11-04 09:03:14

মাধ্যম নিউজ ডেস্ক:  গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক এবং প্রধানমন্ত্রী ইমরান খানের অভ্যর্থনা শিবিরে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে ।

সংবাদসূত্রে আরও জানা  গিয়েছে, ইমরানের পায়ে গুলি লেগেছে। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ এবং ইমরানকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

 

ইমরান পাকিস্তানকে ১৯৯২ সালে বিশ্বকাপের জিতিয়েছিল এবং সেই ইনিংসেই তিনি অলরাউন্ডারদের  হিসাবে বিবেচিত হন। ৭০ বছর বয়সী প্রাক্তণ এই ক্রিকেটার দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯২ সালে জাতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি ৮৮ টেস্ট খেলে ৩৭.৬৯ গড়ে ৩৮০৭ রান করেছেন এবং ৩৬২ উইকেট নিয়েছেন। ১৭৫ ওয়ানডে ক্রিকেটে ইমরান ৩৭০৯ রান করেছেন এবং ১৮২টি উইকেট নিয়েছেন।

ইমরান আগস্ট ২০১৮ থেকে এপ্রিল ২০২২ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, দেশের অন্যতম বড় রাজনৈতিক দল। বিগত বছরের এপ্রিল মাসে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দল। অনাস্থা ভোটে ইমরান সরকারের সহযোগী দল গুলি সমর্থন না করায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইমরানের তেহরিক পার্টির সরকার। বর্তমানে পাকিস্তানের ক্ষমতায় রয়েছে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ এবং প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন শাহবাহ শরিফ। ইমরান খান বর্তমানে পাকিস্তানে আজাদি মার্চ করছেন। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে লাগাতার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তোশখানা মামলায় ইমরান দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তার পক্ষে আজাদি মার্চ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তার আজাদি মার্চ মিছিলও বের করা হয়। সেই মিছিলে গুলি চালানো হয় সেই গুলিবৃষ্টিতেই  আহত হয়েছেন ইমরান খান। তিনি ছাড়াও প্রাক্তন গভর্নর ইমরান ইসমাইলও এই গুলিতে আহত হয়েছেন।

 

ইমরান খানের সঙ্গী সলমন বিস্ফোরক তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছেন। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন,  ইমরান খানকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে৷ তিনি চারটি গুলিতে আহত হয়েছেন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে কোথায় গুলি লেগেছে, সেটা এখনও বোঝার উপায় নেই৷ তবে ইমরান খানের শরীরে ক’টি গুলি লেগেছে, তা এখনও স্পষ্ট করে বলার উপায় নেই৷ কারণ, এক পক্ষ বলছে পায়ে একটি গুলি লেগেছে, কিন্তু অন্য পক্ষ থেকে খবর আসছে, শরীরে চারটি গুলি লেগেছে৷

ইমরানের পার্টি সমর্থকদের তরফে বলা হয়েছে যে, এক জন হঠাৎ করে ইমরান খানের গাড়ির দিকে একটি সয়ংক্রিয় বন্দুক নিয়ে এগিয়ে এসে গুলি চালাতে শুরু করে৷ কিন্তু উপস্থিত সমর্থকরা সেই বন্দুক ছিনিয়ে নেওয়ায় ঘটনাটি বেশি দূর এগোয়নি৷ যদিও প্রথমে বোঝা যাচ্ছিল না, ইমরান খানের শরীরে গুলি লেগেছে নাকি অন্য কোনও কারণে আহত হয়েছেন ইমরান৷ তাঁর শরীরে গুলি লেগেছে কি না, তা তখনও স্পষ্ট হয়নি পরে বোঝা যায়, তিনিও গুলিতে আহত হয়েছেন৷ পিটিআইয়ের বেশ কয়েকজন কর্মীও ঘটনাস্থলে আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ তাঁদের সকলেরই চিকিৎসা চলছে৷

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

imran khan

Former Pakistan Prime Minister Imran Khan injured in gunfire hospitalised

Former Pakistan Prime Minister Imran Khan

injured in gunfire hospitalised

Pakistan Prime Minister Imran Khan


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর