img

Follow us on

Sunday, Jan 19, 2025

G 20 Summit: পুতিনকে দেওয়া মোদির বার্তাই হয়ে উঠল জি ২০-র মূল সুর!

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে...

img

জি ২০ সম্মেলন।

  2022-11-16 16:28:48

মাধ্যম নিউজ ডেস্ক: ‘এই যুগ যুদ্ধের নয়’। এই শব্দবন্ধ যিনি উচ্চারণ করেছিলেন, তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ইন্দোনেশিয়ার  বালিতে জি ২০ সম্মেলনে (G 20 Summit) ভারতের (India) প্রধানমন্ত্রীর সেই বার্তাই হয়ে উঠল যৌথ ঘোষণার বিষয়। প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukraine Russia war) প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থেকে নিরস্ত করতে ওই বার্তা দিয়েছিলেন মোদি।

জি ২০ সম্মেলন

বালিতে হচ্ছে জি ২০ সম্মেলন (G 20 Summit)। উপস্থিত রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এঁদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য হাজির হতে পারেননি এই সম্মেলনে। উপস্থিত হয়েছেন তাঁর দেশের প্রতিনিধি। দুদিনের সম্মেলন শেষে বুধবার করা হয় যৌথ ঘোষণা। সেখানেই শোনা যায় ভারতের প্রধানমন্ত্রীর কথার প্রতিধ্বনি।

চলতি বছরের সেপ্টেম্বরে কাজাখাস্তানের সমরখন্দে বসেছিল সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলন। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন মোদি। ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও। সম্মেলনের ফাঁকে পার্শ্ব বৈঠকে কথা হয় মোদি-পুতিনের। সেখানেই ওঠে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও। তখনই, মোদি পুতিনকে বলেন, এই যুগ যুদ্ধের নয়।

আরও পড়ুন: পদ্মের অপমান মানে হিন্দু সংস্কৃতির অসম্মান! জি-২০ লোগো বিতর্কে বিজেপি

জি ২০ সম্মেলনের (G 20 Summit) যৌথ ঘোষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক ব্যবস্থা যেগুলি শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখে, সেগুলি মেনে চলা প্রয়োজন। পারমাণবিক অস্ত্র ব্যবহার কিংবা তা ব্যবহারের ভয় দেখানো কোনওটাই গ্রহণযোগ্য নয়। শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে আলাপ-আলোচনা, কূটনৈতিক আলাপ-আলোচনাও জরুরি। তার পরেই বলা হয়েছে, এই যুগ কোনওভাবেই যুদ্ধের নয়।

ভারতের বিদেশ সচিব বিনয় কাত্রা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা এই যুগ যুদ্ধের নয় উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের মনে অনুরণন তুলেছে। এটা বিভিন্ন দেশের মধ্যে দূরত্ব কমাতে অনেকটাই সাহায্য করেছে। তিনি বলেন, এই যে ডকুমেন্ট তৈরি হয়েছে, তাতে মূল চালিকা শক্তির ভূমিকা পালন করেছে ভারত। প্রসঙ্গত, আগামী বছর ভারতে হবে জি ২০ সম্মেলন। বুধবার ভারতের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল সেই ভার। ঘোষণা করা হল পরবর্তী জি ২০ সম্মেলনের থিম। নয়া থিম হল, ‘বসুধৈব কুটুম্বকম’।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Ukraine Russia War

PM Modi

Bengali news

G 20 Summit

G 20 Summit indonesia


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর