img

Follow us on

Saturday, Jan 18, 2025

Modi in Germany: "আর চলছে-চলবে নয়, করতে হবে-তে বিশ্বাস রাখে ভারত", মিউনিখে মোদি

আজ জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্র নেতাদের সঙ্গেও মোদির দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। দেখা করবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গেও

img

মিউনিখে বক্তব্য রাখছেন মোদি।

  2022-06-27 14:15:05

মাধ্যম নিউজ ডেস্ক: জি-৭ বৈঠকে (G7 summit) যোগ দিয়ে পশ্চিমের দেশগুলিকে ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) বার্তা, গত শতাব্দীতে জার্মানি (Germany) এবং অন্য দেশগুলি শিল্প বিপ্লব থেকে উপকৃত হয়েছিল। ভারত তখন পরাধীন ছিল। সেই কারণে সুবিধা আদায় করতে পারেনি। কিন্তু এখন চতুর্থ শিল্প বিপ্লবে (4th Industrial revolution) পিছিয়ে থাকবে না ভারত। তারাই এখন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। জি-৭ বৈঠকে যোগ দিতে রবিবার সকালে জার্মানি পৌঁছেছেন মোদি (Modi in Germany)। এ বারের বৈঠকের জন্য জার্মানিতে দু’দিন কাটাবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্র নেতাদের সঙ্গেও মোদির দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।

রবিবার, মিউনিখে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে জরুরি অবস্থার  প্রসঙ্গ টেনে বিরোধী কংগ্রেসকে (Congress) আবার কোণঠাসা করলেন প্রধানমন্ত্রী। মোদি এদিন বলেন, “ভারতীয়দের ডিএনএতে রয়েছে গণতন্ত্র। কিন্তু ৪৭ বছর আগে জরুরি অবস্থা (1975 Emergency) জারি করা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে কলঙ্কময় দিন।” তাঁর কথায়, “আজকের ভারত হল উন্নয়নের ভারত।” মোদি বলেন, “ভারত এখন প্রস্তুত, প্রস্তুত এবং অধৈর্য। ভারত অধৈর্য, ​​উন্নতির জন্য, উন্নয়নের জন্য। আজকের ভারত ‘চলছে-চলবে’ মানসিকতা থেকে বেরিয়ে এসেছে। আজকের ভারত করছি-করতে হবেতে বিশ্বাস রাখে।” বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: জি-৭ সম্মেলনে যোগ দিতে মিউনিখে মোদি

প্রধানমন্ত্রী জানান, দেশের প্রায় সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। দেশের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক কোভিডের (COVID-19) ভ্যাকসিন পেয়েছেন। ভারতের ভ্যাকসিন (Indian vaccine) গোটা পৃথিবীকে দিশা দেখিয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাফল্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি।এছাড়াও ডিজিটাল টেকনলজিতে দেশের অগ্রগতির প্রসঙ্গেও কথা বলেন নরেন্দ্র মোদি। এইসঙ্গে জানান, গত ২ বছর ধরে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার। দেশের গ্রামগুলিতে শৌচালয়ের বন্দোবস্ত হওয়ায় খোলা জায়গায় শৌচকর্ম বন্ধ হয়েছে বলেও দাবি করেন তিনি। মোদি বলেন, "আজ ভারতের প্রায় প্রতিটি গ্রাম সড়কপথে সংযুক্ত। আজ ভারতের ৯৯ শতাংশেরও বেশি মানুষের কাছে রান্নার জন্য গ্যাস সংযোগ রয়েছে। আজ ভারতের প্রতিটি পরিবার ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে সংযুক্ত। ” এদিন ধর্মনিরপেক্ষ, বৈচিত্রময় ভারতের বার্তা দেন তিনি। খাদ্য, পোশাক, সঙ্গীত বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাংস্কৃতিক বৈচিত্রের কথা উল্লেখ করেন। এইসঙ্গে উন্নয়নের খতিয়ান দেন।

জলবায়ু, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, লিঙ্গসাম্য এবং গণতন্ত্র-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য প্রতি বছর জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে বৈঠক  হয়। ভারত এই গোষ্ঠীর দেশ নয়। অন্য কয়েক বছরের মতো, এ বছরও পর্যবেক্ষক বা আমন্ত্রিত সদস্য হিসাবে অংশ নিয়েছে ভারত। এ বছর প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ ( German Chancellor Olaf Scholz)। সোমবার তাঁর সঙ্গে বৈঠক হওয়ার কথা মোদির। মঙ্গলবার জার্মানি থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) যাওয়ার কথা প্রধানমন্ত্রীর।

Tags:

PM Narendra Modi

g7 summit

German Chancellor Olaf Scholz

Modi in Munich


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর