img

Follow us on

Saturday, Jan 18, 2025

Google: ২-এর পরে ৩৬টি শূন্য! গুগলকে অবিশ্বাস্য জরিমানা রাশিয়ার আদালতের, কেন?

Russia: গুগলকে অবিশ্বাস্য অঙ্কের জরিমানা কেন দিতে বলল রুশ আদালত?

img

গুগলকে বিশাল অঙ্কের জরিমানা রাশিয়ার আদালতের। প্রতীকী ছবি

  2024-10-31 15:15:32

মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ায় (Russia) একটি আদালত গুগলকে (Google) ২ আনডেসিলিয়ন রুবল জরিমানা ধার্য করেছে, যা কিনা ২-এর পরে ৩৬টি শূন্য সহ একটি অবিশ্বাস্য সংখ্যা। গুগল রাশিয়ার মিডিয়া আউটলেটগুলি নিষিদ্ধ করার ফলেই এই জরিমানা। পৃথিবীর সব টাকা একসঙ্গে করলেও এই পরিমাণ অর্থ হবে কিনা বলা দায়। রাশিয়ার আদালতের তরফে জানানো হয়, “গুগলকে প্রশাসনিক দায়িত্বের আওতায় এনে এই জরিমানা করা হয়েছে, এবং আদালত গুগলকে চ্যানেলগুলোর পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছে।”

কত অর্থ জরিমানা

সোমবারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রুশ (Russia) আদালত গুগলকে (Google) ২ আনডেসিলিয়ন রুবল বিশাল পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে। সংখ্যার বিচারে, আনডেসিলিয়ন হল ১-এর পরে ৩৬টি শূন্য। জরিমানা করা হয়েছে ২ আনডেসিলিয়ন রুবল। মার্কিন ডলারের হিসেব অনুযায়ী, যা ২০ ডেসিলিয়ন দাঁড়ায়। এখান বলে দেওয়া দরকার, ডেসিলিয়ন হল ১-এর পর ৩৩টি শূন্য। অর্থাৎ, রুশ (Russia) আদালতের নির্দেশ অনুযায়ী, গুগলকে যে পরিমাণ জরিমানার অর্থ ধার্য করা হয়েছে, তা প্রায়  ২০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ মার্কিন ডলারের সমান।

এই পরিমাণ অর্থ গুগলের (Google) প্যারেন্ট কোম্পানি আলফাবেটের বাজার মূল্যকেও শুধু ছাড়িয়ে যায় তা নয়। বরং এটি বিশ্বের মোট জিডিপির পরিমাণকেও অতিক্রম করে, যা প্রায় ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও বলা হয়েছে, যদি গুগল এই জরিমানা নয় মাসের মধ্যে না দেয়, তবে প্রতিদিন এটি দ্বিগুণ হয়ে যাবে এবং এর কোনও সর্বোচ্চ সীমা নেই। এর মানে, প্রতিদিন এটি দ্বিগুণ হতে থাকবে। 

আরও পড়ুন: সেনা প্রত্যাহার-পর্ব শেষ, পূর্ব লাদাখ সীমান্তে দীপাবলিতে মিষ্টি বিনিময় ভারত-চিনের

কেন জরিমানা

গুগলের (Google) মালিকানাধীন ইউটিউবে ১৭টি রাশিয়ান টেলিভিশন চ্যানেলের অ্যাকাউন্ট আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করে দেওয়ায় অস্বাভাবিক জরিমানার মুখে পড়েছে সংস্থাটি। নিষেধাজ্ঞার কবলে পড়া ক্রেমলিনপন্থী চ্যানেলগুলোর মধ্যে রাশিয়া-ওয়ান এবং রাশিয়া টুডে উপস্থাপক ও পুতিনের মুখপাত্র মার্গারিটা সিমোনিয়ানের চ্যানেলও রয়েছে। চার বছর ধরে রাশিয়ার (Russia) আদালতে গুগলের বিপক্ষে মামলা চলছে। রাশিয়ায় চলমান মামলা নিয়ে সম্প্রতি এক বিবৃতিতে গুগল বলেছিল—‘আমরা বিশ্বাস করি না, চলমান এই আইনি বিষয়গুলো কোনও বস্তুগত বিরূপ প্রভাব ফেলবে।’ গুগল সম্ভবত এই জরিমানাও পরিশোধ করবে না, কারণ তারা ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের পর তাদের রাশিয়ান কার্যক্রম বন্ধ করে দেয়। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Russia

Google

bangla news

penalty

YouTube


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর