img

Follow us on

Tuesday, Dec 24, 2024

Prague University Shooting: চেক প্রজাতন্ত্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, নিহত ১৫, আহত ৩০ 

প্রাগ বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, হতাহত বহু...

img

প্রতিনিধিত্বমূলক ছবি

  2023-12-22 12:33:26

মাধ্যম নিউজ ডেস্ক: চেক প্রজাতন্ত্রে বন্দুকবাজের তাণ্ডব। প্রাগের উপকণ্ঠে গুলিবর্ষণে নিহত অন্তত ১৫ জন। আহত অন্তত ৩০ জন। প্রশাসন জানিয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বন্দুকবাজও। প্রাগের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, এই ঘটনায় ন’জনের আঘাত গুরুতর। জানা গিয়েছে, ঘটনাস্থলেই রয়েছে চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন, স্থাপত্য, শিল্পকলা বিভাগ। চেক প্রজাতন্ত্রের (Prague University Shooting) রাজধানী প্রাগে কেন চলল গুলি, তা এখনও বিশদে জানায়নি পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বিবৃতি

বৃহস্পতিবার ঠিক বিকেল ৩টে নাগাদ ওই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা এতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। দৌড়াদৌড়ি শুরু করেন সবাই। পুলিশ গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এক্স (সাবেক টুইটার)-এ প্রাগ (Prague University Shooting) পুলিশ লিখেছে, ‘‘আততায়ীকে নিকেশ করা হয়েছে। ওই বহুতলটি এখন খালি করা হয়েছে। বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। বহু জন আহত।’’ চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসন বলেন, ‘‘আততায়ীর মৃত্যু হয়েছে। অন্য কোনও বন্দুকবাজ ঘটনাস্থলে ছিল না। ফলে আর কোনও আশঙ্কা নেই। নাগরিকদের সহযোগিতা করার আর্জি জানিয়েছেন তিনি।’’ প্রাগের মেয়র বহুস্লাভ এসভোবোদা বলেন, ‘‘চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ যে বহুতলে রয়েছে, সেটি খালি করতে বলা হয়েছে।’’ প্রাগের উদ্ধারকারী দলের এক আধিকারিকের মতে, ‘‘অনেকে আহত হয়েছেন। তবে সেই নিয়ে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।’’

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও

গুলি চালনার (Prague University Shooting) ঘটনার বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, বন্দুকবাজ একটি বহুতলের বারান্দায় বন্দুক হাতে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। আতঙ্কে রাস্তায় ছুটোছুটি করছেন নাগরিকরা। অনেকে আবার ভয়ে বহুতলের কার্নিশে গিয়েও আশ্রয় নিয়েছেন। হামলাকারীর মৃত্যু হলেও এলাকায় বিপুল নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আশপাশের রাস্তা থেকেও মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের আপাতত ঘরে থাকতে বলা হয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Prague university shooting

czech Republic


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর